উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকলেও দক্ষিণ ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে না কেন

উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকলেও দক্ষিণ ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে না কেন
উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকলেও দক্ষিণ ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে না কেন?
উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে কারণ–

বরফগলা জলে পুষ্ট

উত্তর ভারতের নদীগুলি প্রধানত হিমালয় পর্বতমালার বিভিন্ন হিমবাহগলা জল থেকে উৎপত্তিলাভ করেছে। ফলে নদীগুলিতে সারাবছরই জল থাকে।

দীর্ঘস্থায়ী বর্ষা

সুউচ্চ পর্বতের অবস্থানে মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং উত্তর ভারতে আর্দ্র ও দীর্ঘস্থায়ী বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ফলে বরফগলা জলে পুষ্ট নদীগুলি বৃষ্টির জল পেয়ে আরও পরিপূর্ণ হয়ে ওঠে।

অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে না। কারণ–

কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট

দক্ষিণ ভারতের অধিকাংশ নদীই অনুচ্চ পাহাড় বা মালভূমি থেকে উৎপত্তিলাভ করেছে। ফলে নদীগুলি হিমবাহ গলা জল পায় না। নদীগুলি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট। 

স্বল্পস্থায়ী বর্ষা

দক্ষিণ ভারতে বর্ষাকাল তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী। এই নদীগুলিতে শুধুমাত্র বর্ষাকালে জল পাওয়া যায়, বাকি সময় বিশেষত গ্রীষ্মকালে বৃষ্টির অভাবে নদীগুলি প্রায় শুকিয়ে যায়।

Leave a Comment