ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন অথবা, ‘অসমে প্রতিবছর বন্যা হয় কেন – আজকের পর্বে ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন অথবা, অসমে প্রতিবছর বন্যা হয় কেন তা আলোচনা করা হল।
ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন অথবা, অসমে প্রতিবছর বন্যা হয় কেন
ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন অথবা, ‘অসমে প্রতিবছর বন্যা হয় কেন |
অসমের প্রধান নদ ব্রহ্মপুত্র নদ। প্রায় প্রতিবছর ব্রহ্মপুত্র নদে বন্যার সৃষ্টি হয়। ফলে অসমের বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়। এর প্রধান কারণগুলি হল–
অগভীর নদীখাত
ব্রহ্মপুত্র নদ অসমের যে অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে নদীখাতের ঢাল অত্যন্ত কম। তাই নদীবাহিত বিপুল পরিমাণ পলি বহন করতে না পেরে নদীখাতে সঞ্চয় করে। বহুবছর ধরে এভাবে পলি সঞ্চয়ের ফলে ব্রহ্মপুত্র নদের গভীরতা বর্তমানে যথেষ্ট হ্রাস পেয়েছে। এর ফলে নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় সহজেই বন্যার সৃষ্টি হয়।
অধিক বৃষ্টিপাত ও উপনদীগুলির বরফগলা জল
এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার ব্রহ্মপুত্রের উপনদীগুলি বর্ষার জলের সঙ্গে বিপুল পরিমাণে বরফগলা জলও বহন করে আনে। অগভীর ব্রহ্মপুত্রের খাতে এই বরফগলা জল ও বৃষ্টির জল এসে পড়লে তা বহন করার ক্ষমতা ব্রহ্মপুত্রের থাকে না। ফলে বন্যার সৃষ্টি হয়।
অবস্থানগত কারণ
হিমালয় ও মেঘালয় মালভূমির মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। বন্যা সৃষ্টির এটি একটি গুরুত্বপূর্ণ কারণ।
বালুচর ও দ্বীপের উপস্থিতি
ব্রহ্মপুত্র নদের অগভীর প্রশস্ত উপত্যকায় পলি সঞ্চয়ের ফলে অসংখ্য বালুচর ও দ্বীপের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে এগুলি জলপ্রবাহে বাধার সৃষ্টি করে। ফলে বন্যার সৃষ্টি হয়।