উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন

উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন
উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন?

উত্তর ভারতে বিশেষত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার প্রভৃতি রাজ্যে নলকূপের মাধ্যমে অধিক জলসেচ করা হয়ে থাকে। কারণ-

প্রবেশ্য শিলাস্তর

উত্তর ভারতের সমভূমির প্রবেশ্য পাললিক শিলাস্তরে বৃষ্টির জল সহজে চুইয়ে প্রবেশ করতে পারে বলে ভৌমজলের ভাণ্ডার পূর্ণ থাকে। তাই নলকূপের সাহায্যে এই জল তুলে কৃষিকাজে ব্যবহার করা যায়।

নরম মাটি

উত্তরের সমভূমির কোমল পাললিক শিলাস্তরে গভীর নলকূপ খনন অত্যন্ত সুবিধাজনক।

ঘন জনবসতি

উত্তর ভারত ঘন জনবসতিপূর্ণ হওয়ায় সেচখাল সর্বত্র বিস্তারলাভ করেনি। তাই নলকূপ দ্বারা জলসেচের প্রচলন বেশি।

সুলভ বিদ্যুৎ

উত্তর ভারতে বিদ্যুতের জোগান সুলভ হওয়ায় বৈদ্যুতিক নলকূপ দিয়ে প্রচুর জল তুলে সেচকাজ করা হয়।

Leave a Comment