দক্ষিণ ভারতে খালসেচ প্রথা প্রচলিত নয় কেন

দক্ষিণ ভারতে খালসেচ প্রথা প্রচলিত নয় কেন
দক্ষিণ ভারতে খালসেচ প্রথা প্রচলিত নয় কেন?

দক্ষিণ ভারতে জলাশয় দ্বারা জলসেচের প্রথা অধিক প্রচলিত হলেও খালসেচ প্রথার প্রচলন তেমন নেই। কারণ-

কঠিন ভূভাগ

দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় সুদীর্ঘ খাল খনন করা সম্ভব হয় না।

অনিত্যবহ নদী

দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় অনিত্যবহ। তাই নদী থেকে খাল কাটলেও সেগুলিতে সেচের জন্য সারাবছর জল পাওয়া যায় না।

বন্ধুর মালভূমি

দক্ষিণ ভারতের তরঙ্গায়িত মালভূমির ওপর দিয়ে খাল কাটা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ।

Leave a Comment