দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন – আজকের পর্বে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন তা আলোচনা করা হল।
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন |
দক্ষিণ ভারত জুড়ে দাক্ষিণাত্য মালভূমি বিস্তৃত। এখানে কৃষিক্ষেত্রে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত। কারণ –
অপ্রবেশ্য শিলার উপস্থিতি
দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ জায়গায় মাটির নীচে অপ্রবেশ্য শিলা থাকায় ভৌমজলের সঞ্চয় কম। ফলে, কূপ ও নলকূপের সাহায্যে জলসেচের প্রচলন কম।
নদীর উপস্থিতি
এখানে সর্বত্র নদী না থাকায় এবং ভূমিভাগ কঠিন আগ্নেয় শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় খাল খনন করে জলসেচ করা সহজ নয়।
তরঙ্গায়িত ভূভাগ
অপ্রবেশ্য শিলাগঠিত এই মালভূমির ঢেউখেলানো ভূমিতে বহু জলাশয় সৃষ্টি হয়েছে। এই জলাশয়গুলিই এখানকার জলসেচের প্রধান উৎস।
বৃষ্টির জলের স্বল্পতা
তা ছাড়া দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারাবছর জলসেচের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না।