ভারতীয় জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো

ভারতীয় জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো
ভারতীয় জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো।

জনজীবনে হ্রদ ও জলাশয়ের ভূমিকা

ভারতের জনজীবনে হ্রদ ও জলাশয়ের গুরুত্ব অপরিসীম।

• কৃষিকাজ : ভারতের বহু হ্রদ ও জলাশয়ের জল কৃষিকাজে ব্যবহার করা হয়। জলাশয়ের মাধ্যমে ভারতের প্রায় 4.6% জমিতে জলসেচ করা হয়।

• গৃহস্থালির কাজ: ভারতের বহু স্থানে হ্রদ ও জলাশয়ের জল গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত হয়।

• মাছচাষ:
হ্রদ বা জলাশয়গুলিতে মাছ চাষ করে বা মাছ সংগ্রহ করে ভারতের বহু মানুষ জীবিকা অর্জন করেন।

• বন্যা নিয়ন্ত্রণ :
বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে তৈরি জলাশয়গুলি বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে।

• পর্যটন শিল্প: ভারতের বহু হ্রদ ও জলাশয়কে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। এগুলির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, পরিযায়ী পাখির আগমন প্রভৃতির জন্য পর্যটন কেন্দ্ররূপে গড়ে উঠেছে। যেমন- কাশ্মীরের ডাল হ্রদ, উত্তরাখণ্ডের নৈনিতাল, মণিপুরের লোকটাক হ্রদ, পশ্চিমবঙ্গের সাঁতরাগাছির ঝিল প্রভৃতি।

জনজীবনে খালের গুরুত্ব

ভারতের বিভিন্ন নদনদী থেকে অগণিত খাল কাটা হয়েছে। জনজীবনে এই সকল খালের গুরুত্ব অপরিসীম।

• জলসেচ : ভারতের অধিকাংশ খালই কৃষিকাজে জলসেচের উদ্দেশ্যে কাটা হয়েছে। ভারতের প্রায় 29.2% জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয়। তাই খালের গুরুত্ব কৃষিকাজে সর্বাধিক।

• বন্যা নিয়ন্ত্রণ: নদীর জল খালের মাধ্যমে ভাগ হয়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।

• মাছ চাষ:
ভারতের বিভিন্ন খালে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন।

• পরিবহণ: ভারতের অভ্যন্তরীণ জলপথের একটি অন্যতম মাধ্যম হল খাল। বহু খালপথে পণ্য পরিবহণ ও যাতায়াত হয়ে থাকে।

• শিল্প: বহু শিল্পে খালের জল যেমন ব্যবহৃত হয় তেমনি শিল্পের প্রয়োজনীয় মাল পরিবহণও খালপথে হয়ে থাকে।

• বর্জ্য নিষ্কাশন: বিভিন্ন গ্রাম বা শহরের গৃহস্থালির বর্জ্য, শিল্প-বাণিজ্য কেন্দ্রের বর্জ্য খালপথে নদীতে গিয়ে পড়ে।

Leave a Comment