অন্তর্বাহিনী নদী কাকে বলে । এর বৈশিষ্ট্যগুলি লেখো
অন্তর্বাহিনী নদী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। |
অন্তর্বাহিনী নদীর সংজ্ঞা
যে-সকল নদী কোনো দেশ বা মহাদেশের কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে সাগর বা মহাসাগরে পতিত না হয়ে দেশ বা মহাদেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয় অথবা এই দেশ বা মহাদেশের স্থলভাগেই বিলীন হয়, সেই সকল নদীকে অন্তর্বাহিনী নদী বলে।
অন্তর্বাহিনী নদীর বৈশিষ্ট্য
(i) এই সমস্ত নদীগুলির দৈর্ঘ্য অত্যন্ত কম হয়। (ii) সাধারণত বর্ষা ঋতুতে এই নদীগুলিতে জল থাকে। (iii) নদীখাত অগভীর হয়।
অন্তর্বাহিনী নদীর উদাহরণ
রাজস্থানের লুনি নদী (530 কিমি) আজমিরের পাশে আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পড়েছে। এ ছাড়া আরাবল্লি পর্বত থেকে সম্বর হ্রদে পতিত ‘রূপনগর’ ও ‘মেধা’ নদী, মণিপুরের লোকটাক হ্রদে পতিত ইম্ফল নদী উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী।
আরও পড়ুন – নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রচনা