সেরাজেভো হত্যাকাণ্ড কি

সেরাজেভো হত্যাকাণ্ড কি – অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়ার বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত ।

    সেরাজেভো হত্যাকাণ্ড কি

    সেরাজেভো হত্যাকাণ্ড কি
    সেরাজেভো হত্যাকাণ্ড কি

    সেরাজেভো হত্যাকাণ্ড

    বলকান অঞ্চলে রাশিয়া ও অস্ট্রিয়া-র মধ্যে বিবাদ চলছিল। সেখানে অস্ট্রিয়ার প্রবেশ ঘটলে রাশিয়ার সঙ্গে তার বিবাদ দেখা দেয়। আবার অস্ট্রিয়া স্নাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও হারজেগোভিনা নামক রাজ্য দুটি গ্রাস করলে ‘সর্বস্লাভ আন্দোলনের’ নেতা সার্বিয়ার সঙ্গে অস্ট্রিয়ার বিরোধ বাধে। স্লাভ রাষ্ট্র রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে। সার্বিয়ার জ্ঞাতসারেই বিভিন্ন স্থানের পরাধীন স্নাভরা গুপ্ত সমিতি গঠন করে গুপ্তহত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জনে প্রয়াসী হয়। অন্যদিকে জার্মানি সমর্থন করে অস্ট্রিয়াকে। এইভাবে বলকান জাতীয়তাবাদ, অস্ট্রো-রাশিয়া ও অস্ট্রো-সার্বিয়া বিবাদ বলকান অঞ্চলকে এক জ্বলন্ত অগ্নিকুন্ডে পরিণত করে।

    এই অবস্থায় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে এলে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮শে জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ‘ব্ল‍্যাক হ্যান্ড’ বা ‘ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য গ্যাভরিলো প্রিন্সিপ রাজপথের উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে তাঁদের হত্যা করে। এই ঘটনা ‘সেরাজেভো হত্যাকাণ্ড ‘নামে পরিচিত। আততায়ী অস্ট্রিয়ার প্রজা হলেও, জাতিতে স্লাভ এবং সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল। এ কারণে অস্ট্রিয়া স্লাভ জাতিকে ‘আততায়ীর জাতি’ (‘Race of assassins’) বলে অভিহিত করে। এবং সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে কতকগুলি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠায় (২৩শে জুলাই)। এই দাবিগুলি পূরণের জন্য মাত্র ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। চরমপত্রে উল্লিখিত অনেক দাবিই সার্বিয়া মেনে নেয়, কিন্তু যে। দাবিগুলি মানলে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, সেগুলি মানতে অস্বীকার করে এবং এ ব্যাপারে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বানের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। (২৮শে জুলাই, ১৯১৪ খ্রিঃ)। অস্ট্রিয়া ও সার্বিয়ার এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়।

    FAQs on সেরাজেভো হত্যাকাণ্ড কি

    সেরাজেভো হত্যাকাণ্ড কবে হয়েছিল?
    ১৯১৪ সালের ১৮ জুন মাসে।
    সেরাজেভো কোন দেশের রাজধানী?
    সেরাজেভো বসনিয়ার রাজধানী।
    প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল?
    অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকাণ্ড।
    প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল?
    বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি ছিল দেশগুলির মধ্যে জোট, সামরিকবাদ, জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, গোপন কূটনীতি এবং আন্তর্জাতিকতাবাদ। বসনিয়ায় গ্যাভরিলো প্রিন্সিপ কর্তৃক অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যা প্রথম বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।
    কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?
    ভার্সাই সন্ধির দ্বারা।
    প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল?
    সেরাজেভো হত্যাকান্ড।
     

    Leave a Comment