সেরাজেভো হত্যাকাণ্ড কি
সেরাজেভো হত্যাকাণ্ড কি |
সেরাজেভো হত্যাকাণ্ড
এই অবস্থায় অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে এলে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮শে জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ‘ব্ল্যাক হ্যান্ড’ বা ‘ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য গ্যাভরিলো প্রিন্সিপ রাজপথের উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে তাঁদের হত্যা করে। এই ঘটনা ‘সেরাজেভো হত্যাকাণ্ড ‘নামে পরিচিত। আততায়ী অস্ট্রিয়ার প্রজা হলেও, জাতিতে স্লাভ এবং সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল। এ কারণে অস্ট্রিয়া স্লাভ জাতিকে ‘আততায়ীর জাতি’ (‘Race of assassins’) বলে অভিহিত করে। এবং সার্বিয়াকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে কতকগুলি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠায় (২৩শে জুলাই)। এই দাবিগুলি পূরণের জন্য মাত্র ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। চরমপত্রে উল্লিখিত অনেক দাবিই সার্বিয়া মেনে নেয়, কিন্তু যে। দাবিগুলি মানলে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, সেগুলি মানতে অস্বীকার করে এবং এ ব্যাপারে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বানের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। (২৮শে জুলাই, ১৯১৪ খ্রিঃ)। অস্ট্রিয়া ও সার্বিয়ার এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়।
FAQs on সেরাজেভো হত্যাকাণ্ড কি
সেরাজেভো কোন দেশের রাজধানী?
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল?
প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল?
কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?
প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল?