মৃত্তিকাক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো
মৃত্তিকাক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো। অথবা, মৃত্তিকাক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো। |
মৃত্তিকাক্ষয়ের ফলাফল
উর্বরতা হ্রাস
মাটির আর্দ্রতা হ্রাস
মাটি বৃক্ষ বা তৃণের আবরণমুক্ত হলে অধিক ক্ষয়প্রাপ্ত হয়। এই সময় প্রখর সৌরতাপে মাটির মধ্যে থাকা জল বাষ্পীভূত হয়ে যায়। ফলে মাটির আর্দ্রতা হ্রাস পায়, মাটি শুষ্ক হয়ে পড়ে এবং অধিক ক্ষয়ের শিকার হয়।
মরু অঞ্চলের প্রসারণ
ক্ষয়ের ফলে উর্বরতা, আর্দ্রতা হারিয়ে মাটি অব্যবহারযোগ্য হয়ে পড়বে। পতিত জমির পরিমাণ বৃদ্ধি পাবে। এই জমি ক্রমশ উদ্ভিদহীন, বালিপূর্ণ মরুভূমিতে পরিণত হবে। অরণ্যভূমি ধ্বংস করে মাটিকে আলগা করে দিলে মরুভূমি সংলগ্ন অঞ্চলে বায়ুপ্রবাহের বেগ অনেকগুণ বেড়ে যায়। ফলে, মরুভূমির বিস্তার হতে থাকে।
খাল ও নদীতে অধিক পলি সঞ্চয়
রাস্তাঘাট নির্মাণ, খনিজ উত্তোলন, বৃক্ষচ্ছেদনের ফলে ক্ষয়প্রাপ্ত মাটি জলপ্রবাহ ও বায়ুপ্রবাহ দ্বারা বাহিত হয়ে খাল, নদী, জলাশয়ে পতিত হয় এবং সঞ্চিত হতে থাকে। মাটিক্ষয় যত বৃদ্ধি পায় এই পলি সঞ্চয়ের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকে। ফলে খাল, নদী, জলাশয় ধীরে ধীরে অগভীর হয়ে পড়তে থাকে।
বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি
ক্ষয়ীভূত মাটি সঞ্চয়ের ফলে সৃষ্ট অগভীর খাল বা নদীখাতগুলিতে বর্ষায় জলের পরিমাণ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেবে। অপরদিকে, আর্দ্রতা হারিয়ে মৃত্তিকা যত শল্প হয়ে পড়বে, শুষ্ক অঞ্চলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। ফলে, সামান। বৃষ্টির অভাবেই খরা দেখা দেবে।