চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা দাও

চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা দাও – আজকের পর্বে চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা করা হল।

    চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা দাও

    চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা দাও
    চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের (Orographic Rainfall) বর্ণনা দাও।

    শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের সংজ্ঞা

    ‘শৈল’ শব্দের অর্থ পর্বত এবং ‘উৎক্ষেপ’-এর অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে ওপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।

    শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের পদ্ধতি

    সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড়ো হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে ওঠে, সেই প্রতিবাত ঢালে (Windward Side) প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ, অনুবাত ঢালে (Leeward Side) এসে পৌঁছোয় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নীচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উন্ন হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে, একে বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain Shadow Region) বলে।

    শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ

    ভারতে মেঘালয় রাজ্যে খাসি পাহাড়ের প্রতিবাত ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিনরামে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরবসাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে।

    Leave a Comment