বৃষ্টিপাত (Rainfall) কাকে বলে । বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো

বৃষ্টিপাত (Rainfall) কাকে বলে? বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো
বৃষ্টিপাত (Rainfall) কাকে বলে? বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো।

বৃষ্টিপাত

জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী হালকা বায়ু উপরে শীতল বায়ুর সংস্পর্শে এলে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই ছোটো বড়ো জলকণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে একসঙ্গে বহু জলকণার পতনকেই বৃষ্টিপাত বলে।

সংঘর্ষ-সম্মিলন তত্ত্ব (Collision-Coalescence Theory)

এই তত্ত্বের উদ্ভাবক হলেন অস্ট্রেলিয়ার আবহবিজ্ঞানী E G Boven। এই তত্ত্বটি সেইসব মেঘ থেকে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রযোজ্য যেসব মেঘের উন্নতা হিমাঙ্কের (0°C) ঊর্ধ্বে থাকে। এই উয় মেঘের মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আকারে বড়ো হতে থাকে এবং জলকণাগুলির এক মেরু ধনাত্মক (+ve) ও বিপরীত মেরু ঋণাত্মক (-ve) আয়ন হিসেবে অবস্থান করে। আয়নিত এইরূপ জলকণার বিপরীত মেরু যদি পরস্পরের কাছে এসে যায় তবে তারা পরস্পরকে আকর্ষণ করে মিলিত হয় এবং বড়ো ও ভারী হয়ে পড়ে। অবশেষে এই বড়ো জলবিন্দুগুলি বাতাসে ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণের টানে যত নীচে নামে তত অন্য জলকণার সঙ্গে মিলিত হয়ে আয়তনে বাড়ে। এরূপ আকর্ষণ ও সংঘর্ষের মাধ্যমে জলকণাসমূহ বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এটিই সংঘর্ষ সম্মিলন তত্ত্ব নামে পরিচিত।

হিম কেলাস তত্ত্ব (Ice Crystal Theory)

1933 খ্রিস্টাব্দে নরওয়ের আবহবিদ Tor Bergeron এই তত্ত্বটি উপস্থাপন করেন। পরবর্তীকালে জার্মান আবহবিজ্ঞানী Findiesen এই তত্ত্বের কিছু পরিমার্জন করেন। তাই এই তত্ত্বটি Bergeron-Findeisen তত্ত্ব নামেও পরিচিত।

এই তত্ত্ব অনুসারে মেঘস্থিত জলকণা 0°C উন্নতায় জমে না। এমনকি -40°C উন্নতাতেও বরফকণার পরিবর্তে অতি শীতল জলকণা লক্ষ করা যায়। এই অবস্থায় বায়ু দ্বারা মেঘ আলোড়িত হলে বা সূক্ষ্ম বরফকণা শীতল জলকণার মধ্যে প্রবেশ করলে শীতল জলকণা দ্রুত হারে বরফকণায় পরিণত হয় এবং বরফকণাগুলি পরস্পর যুক্ত হয়ে আয়তনে বড়ো হতে থাকে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সব জলকণাগুলি বরফকণায় রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকরী হয় -2.5°C থেকে -5°C-এর মধ্যে। আয়তন ও ওজনে বাড়তে থাকার ফলে বরফকণা বা হিমকেলাস (Ice Crystal) গুলি নীচের দিকে নামতে থাকে। বায়ুপ্রবাহের ফলে বরফ কেলাসগুলি ভেঙে গিয়ে বরফাকর্ষী কণার (Freezing nuclei) রূপ নেয় এবং তুষারপত্রে (Snowflake) পরিণত হয়। নীচের দিকে উন্নতা ক্রমশ

Leave a Comment