নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি হয় কেন |
উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকার উত্তর-পূর্ব দিকে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা দেখা যায়, কারণ-
- এই উপকূলের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়। উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে উষ্ণ ও আর্দ্র থাকে। অপরদিকে, শীতল ল্যাব্রাডর স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল ও শুষ্ক থাকে। এই দুই বায়ুর মিলনের ফলে উপকূল অংশের নিম্ন বায়ুমণ্ডলে উষ্ণতার ব্যাপক তারতম্য ঘটে। উষ্ণ-আর্দ্র বায়ুর জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে সহজেই ঘনীভূত হয়ে যায়। এর ফলে এই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
- নিয়মানুসারে, দুটি বিপরীতধর্মী ও বিপরীতমুখী বায়ুপ্রবাহ (উষ্ণ ও শীতল) পরস্পরের সঙ্গে মিলিত হলে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নামে পরিচিত। নিউফাউন্ডল্যান্ড উপকূলেও দুটি বিপরীতধর্মী স্রোতের সঙ্গে দুটি বিপরীতধর্মী বায়ুর মিলন ঘটে বলে এখানে ঘূর্ণবাত বা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়।