মগ্নচড়াগুলি মৎস্যচাষের অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন – আজকের পর্বে মগ্নচড়াগুলি মৎস্যচাষের অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন তা আলোচনা করা হল।
মগ্নচড়াগুলি মৎস্যচাষের অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন
মগ্নচড়াগুলি মৎস্যচাষের অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন? |
সৃষ্টি
শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়। ফলে, হিমশৈলের সঙ্গে জমে থাকা নুড়ি, কাঁকর, পলি, বালি ওই অংশে সমুদ্রবক্ষে অধঃক্ষিপ্ত হয়। এই অবক্ষেপ সঞ্চয়ের ফলে কালক্রমে অগভীর চড়া সৃষ্টি হয়, যা মগ্নচড়া নামে পরিচিত।
গুরুত্ব
বাণিজ্যিক মৎস্যক্ষেত্ররূপে মগ্নচড়াগুলির গুরুত্ব অপরিসীম–
- মগ্নচড়াগুলিতে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যালোক তলদেশ পর্যন্ত পৌঁছোতে পারে। ফলে, প্ল্যাংকটন জন্মানোর সুবিধা হয়।
- এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে প্ল্যাংকটন জন্মানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয়।
- হিমশৈলে জমে থাকা সূক্ষ্ম খনিজ, প্ল্যাংকটন বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ দেখা যাচ্ছে, মগ্নচড়াগুলি মাছেদের প্রধান খাদ্য প্ল্যাংকটনে সমৃদ্ধ। ফলে, এখানে প্রচুর মাছের সমাগম ঘটে।
- এ ছাড়া মগ্নচড়াগুলি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় মৎস্য আহরণ ও সংরক্ষণের সুবিধা হয়
উদাহরণ
শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে অর্থাৎ উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরে 96 হাজার বর্গকিমি আয়তন ও 96 মিটার গভীরতা বিশিষ্ট গ্র্যান্ড ব্যাংক বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার সৃষ্টি হয়েছে।