সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো

সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য

সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো
সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো।

সমুদ্রস্রোতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল–

প্রকৃতি

উষ্ণ স্রোত বহিঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং শীতল স্রোত অন্তঃস্রোতরূপে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

উৎপত্তির কারণ

বেশিরভাগ সমুদ্রস্রোত উষ্ণমণ্ডলে আয়ন বায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আবার, নাতিশীতোষ্ণমণ্ডলে পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।

প্রবাহপথ

পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বলের জন্য সমুদ্রস্রোত ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।

গতিবেগ

সমুদ্রস্রোতের গতিবেগ সমুদ্রের গভীরতার ওপর নির্ভরশীল। সমুদ্রস্রোত দ্রুত প্রবাহিত হতে পারে না। ঘণ্টায় এর গতিবেগ গড়ে মাত্র 5 – 10 কিমি। গভীর সমুদ্রে প্রতি সেকেন্ডে 1 – 1½ মিটার বেগে এবং অগভীর সমুদ্রে প্রতি সেকেন্ডে 2 – 2½ মিটার বেগে প্রবাহিত হয়।

নামকরণ

সমুদ্রস্রোত যে দিকে বয়ে যায়, সেই দিকের প্রবাহপথ অনুযায়ী নাম রাখা হয়। যেমন- দক্ষিণ দিকে বয়ে গেলে তাকে দক্ষিণাস্রোত বলে।

গোলযোগ সৃষ্টি

উষ্ণ ও শীতল স্রোত যখন পাশাপাশি প্রবাহিত হয়ে যায়, তখন সেখানে প্রাকৃতিক দুর্যোগের (ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝা) সৃষ্টি হয়।

জায়র

উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত আবদ্ধ স্রোতের চক্র অর্থাৎ, জায়র (Gyre) সৃষ্টি করে। আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরে মোট 5টি জায়রের অস্তিত্ব চোখে পড়েছে। শৈবাল সাগর একটি জায়র।

Leave a Comment