বইপড়া – বাংলা রচনা 400 শব্দে

বইপড়া – বাংলা রচনা

বইপড়া - বাংলা রচনা
বইপড়া রচনা

ভূমিকা

মানুষের জানার শেষ নেই। অনন্ত জিজ্ঞাসা, অন্তহীন জ্ঞান, আত্মার আনন্দকে ধরে রাখে বই। বই সংরক্ষণ করে মানুষের চিন্তা, জ্ঞান, ধারণা। বই এক আশ্চর্য জ্ঞানসমুদ্র, কল্পনার বিপুল ভাণ্ডার।

বই-এর গুরুত্ব

মানসিক বিকাশের জন্য আমাদের বইপড়া প্রয়োজন। যদিও আধুনিক যান্ত্রিকতার যুগে মানুষের বই-এর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, কিন্তু তার চেতনার প্রকৃত উন্মীলন ঘটাতে বইপড়া আবশ্যিক। অবসর যাপনে, নিঃসঙ্গতা কাটাতে বই মানুষের অকৃত্রিম বন্ধু।

বইপড়া

মানুষকে যেমন অপ্রাপ্ত নতুন, অজানা তথ্যের হদিশ দেয়, তেমনই এমন সব কল্পকথা, কাহিনির সন্ধান দেয় যে বই পড়ে মানুষ সময়সরণি সহজেই অতিক্রম করে যেতে পারে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতার কাছে বই তার বিপুল জ্ঞানভাণ্ডার নিয়ে এসেছে এবং মানুষ বারবার সেই অজানার আস্বাদ নিয়েছে। বইপড়া কিছু মানুষের শখ, তারা বই পড়ে ভালোবেসে, অবসর যাপন করতে। আবার কিছু মানুষ তাদের নিঃসঙ্গ জীবনের একাকিত্ব দূর করতে বই পড়ে। বই পড়ে মানুষ দেশ বিদেশের সংস্কৃতি, জীবনযাপন- ইত্যাদি সম্পর্কে জ্ঞানলাভ করে।

উপসংহার

মানুষের জীবনে আজ আধুনিক যন্ত্রসভ্যতার যে নাগরিক ব্যস্ততা, সেখানে বইপড়া প্রায় অবহেলিত বিষয়। তাদের কাছে বইপড়া অপেক্ষা অন্যান্য বিনোদনের মাধ্যমগুলি সহজ ও আকর্ষণীয়। কিন্তু বই জ্ঞানচর্চার এমন একটি অদ্বিতীয় উপকরণ যে বিস্তৃত এই মহাবিশ্বের বিপুল রহস্যকে উদ্‌ঘাটন করতে বার বার বইয়ের কাছে ফিরে যেতে হয়। বইপড়ার নেশা মানুষকে চিরকাল রসদ জুগিয়ে যায়।

Leave a Comment