বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করো

বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করো – আজকের পর্বে বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করা হল।

    বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করো

    বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করো
    বিভিন্ন ক্রুসেডের সময়কাল ও বিবরণ উল্লেখ করো
    প্রাচ্যের মুসলিম ধর্মাবলম্বী তুর্কি ও পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টীয় একাদশ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত দীর্ঘ প্রায় ২০০ বছরব্যাপী যে যুদ্ধ হয় তা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। মধ্যযুগে সংঘটিত বিভিন্ন ক্রুসেডের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল আটটি ক্রুসেড। যথা-

    প্রথম ক্রুসেড (১০৯৬-১০৯৯)

    ১০৯৬ খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আর্বান ক্রুসেডের ডাক দেন এবং ১০৯৯ খ্রিস্টাব্দে জেরুজালেম দখলের মাধ্যমে এটি সমাপ্ত হয়।

    দ্বিতীয় ক্রুসেড (১১৪৭-১১৪৯)

    ১১৪৪ খ্রিস্টাব্দে মোসুলের শাসক জেঙ্গিজের নেতৃত্বে মুসলিমরা এডেসা দখল করার পর ১১৪৭ খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসেড শুরু হয় এবং ১১৪৯ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়।

    তৃতীয় ক্রুসেড (১১৮৯-১১৯২)

    ১১৮৭ খ্রিস্টাব্দে মুসলিম নেতা সালাদিন জেরুজালেম দখল করার পর ১১৮৯ খ্রিস্টাব্দে তৃতীয় ক্রুসেড শুরু হয় এবং ১১৯২ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়।

    চতুর্থ ক্রুসেড (১২০২-১২০৪)

    ১২০২ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১২০৪ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপল দখলের মাধ্যমে চতুর্থ ক্রুসেড সমাপ্ত হয়।

    পঞ্চম ক্রুসেড (১২১৭-১২২১)

    ১২১৭ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১২২১ খ্রিস্টাব্দে মিশরের সাথে একটি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়।

    ষষ্ঠ ক্রুসেড (১২২৮-১২২৯)

    ১২২৮ খ্রিস্টাব্দে শুর হয়ে ১২২৯ খ্রিস্টাব্দে জেরুজালেম পুনরুদ্ধারের মাধ্যমে সমাপ্ত হয়।

    সপ্তম ক্রুসেড (১২৪৮-১২৫৪)

    ১২৪৮ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১২৫৪ খ্রিস্টাব্দে মিশরের পরাজয়ের মাধ্যমে সমাপ্ত হয়।

    অষ্টম ক্রুসেড (১২৭০)

    ১২৭০ খ্রিস্টাব্দে শুরু হয়ে একই বছর সমাপ্ত হয়।

    Leave a Comment