ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল – আজকের পর্বে ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল তা আলোচনা করা হল।
ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল |
ক্রুসেড বা ধর্মযুদ্ধের আগে রোম সাম্রাজ্যে পোপের ক্ষমতা খুব বেশি ছিল না। ক্রুসেডগুলিতে নেতৃত্ব দানের মধ্য দিয়ে পোপের ক্ষমতা, প্রতিপত্তি ও আত্মসম্মান বেড়ে যায়।
ক্রুসেডে নেতৃত্বদান
পোপের আহ্বানে সাড়া দিয়ে সম্রাট, সামন্ত, বণিক ও কৃষক শ্রেণি ক্রুসেডে যোগ দিয়ে পোপের পরোক্ষ নেতৃত্ব মেনে নেয়। আর বাকিরাও পোপের এই ভূমিকায় শ্রদ্ধাবনত হয়। পোপ খ্রিস্টান জগতের কাছে সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ক্রুসেড চলাকালীন বিভিন্ন খ্রিস্টান দেশের রাজনৈতিক নীতি নির্ধারণে পোপকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়। এইভাবে ক্রুসেডের মধ্যে দিয়ে পোপের ক্ষমতা বৃদ্ধি পায়।
সামন্তদের ক্ষমতা হ্রাস
সামন্তপ্রভুরা ক্রুসেড যাত্রার আগে তাদের যাবতীয় ভূসম্পত্তি ধর্মীয় সংগঠনের মাধ্যমে উইল করে দিয়ে যায়। অনেকক্ষেত্রে ধর্মীয় সংগঠনগুলি সামন্তপ্রভুদের সম্পত্তি অছি হিসেবে দেখাশোনা করত। ক্রুসেডে যোগদানের ফলে এইসব সামন্ত শ্রেণি সর্বস্বান্ত হন। এ ছাড়াও ক্রুসেডে বহু সামন্তের মৃত্যু হয়। এর ফলে ইউরোপে সামন্ত শ্রেণি দুর্বল হয়ে পড়ে। সামন্ত শ্রেণির দুর্বলতা পোপের ক্ষমতা বৃদ্ধির পথকে প্রশস্ত করে।
পূর্বাঞ্চলীয় চার্চের প্রতিপত্তি হ্রাস
বাইজানটাইন সাম্রাজ্যের চার্চ বা গ্রিক চার্চ অনেকটাই বাইজানটাইন রাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। ক্রুসেডের যুদ্ধগুলির ফলে বাইজানটাইন সাম্রাজ্যের অবক্ষয় ত্বরান্বিত হয়। এর ফলে পূর্বাঞ্চলীয় তথা গ্রিক চার্চের প্রতিপত্তিও কমে যায়। পক্ষান্তরে রোমান চার্চ তথা পোপের প্রতিপত্তি বৃদ্ধি পায়।
অর্থ ও সম্পদ লাভ
পোপের আহ্বানে সাড়া দিয়ে ইউরোপের নানা প্রান্তের মানুষ যুদ্ধের খরচ জোগানোর জন্য সস্তায় তাদের ভূসম্পত্তিগুলি চার্চ বা মঠের কাছে বিক্রি করে দেয়। কেউ বা পূণ্যলাভের আশায় ভূসম্পত্তি চার্চ বা মঠকে দান করে দেয়। এ ছাড়াও ক্রুসেডর খরচ তোলার দোহাই দিয়ে পোপ ইনডালজেন্স বিক্রি করে বা নানা কর ধার্য করে প্রচুর অর্থ লাভ করে।
উপসংহার
ক্রুসেডের মাধ্যমে পোপের ক্ষমতা বৃদ্ধি পেলেও নতুন পরিবেশে সামন্তপ্রভুদের ক্ষতি হয়। ইউরোপের সর্বত্র বিশেষত ফ্রান্স ও জার্মানিতে এইভাবে সামন্ত শ্রেণির বিশাল ভূসম্পত্তিসমূহ হস্তান্তরিত হয়ে পড়ায় সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়ে।