কে বাঁচায়, কে বাঁচে গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা করো

কে বাঁচায়, কে বাঁচে গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা করো

'কে বাঁচায়, কে বাঁচে' গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা করো
‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা করো।

কে বাঁচায়, কে বাঁচে গল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পে নিখিল চরিত্রটি মৃত্যুঞ্জয়ের চরিত্র প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিচয়

নিখিল গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের বন্ধু ও সহকর্মী। রোগা, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন নিখিল অলস। সে দুই সন্তানের বাবা হলেও সংসারের প্রতি অমনোযোগী। নিজের চিন্তাজগৎ তৈরি করে সে অবসর জীবন কাটাতে চায়। যুক্তিবাদী নিখিল স্বার্থপর নয় তাই সে প্রতিমাসে তিন জায়গায় অর্থসাহায্য পাঠায়।

বন্ধুবৎসল

নিখিল বন্ধুবৎসল। তাই সে মৃত্যুঞ্জয়ের মানসিক বিপর্যস্ততায় তার পাশে থাকতে চায়, তাকে বোঝানোর চেষ্টা করে। নিখিল মৃত্যুঞ্জয় ও তার পরিবারের বিপদে তাদের পাশে থাকে। এতে তার আন্তরিক ও মানবিক দিকটি ধরা পড়ে।

বাস্তববাদী

নিখিল বাস্তববাদী। তাই সে মৃত্যুঞ্জয়কে সামাজিক কঠোর বাস্তবতার কথা বোঝাতে চায়। সে জানে দুর্ভিক্ষের এই ভয়াবহ সমস্যায় ব্যক্তির একক উদ্যোগ সমাজকে বাঁচাতে পারে না। তাই সে মৃত্যুঞ্জয়কে জীবনের মূলস্রোতে ফেরাতে চেয়েছে।

Leave a Comment