লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি -লোকটা কে? তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়? তার চাহনি বড়ো বউয়ের ভালো লাগেনি কেন?

"লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।"-লোকটা কে? তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়? তার চাহনি বড়ো বউয়ের ভালো লাগেনি কেন
“লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।”-লোকটা কে? তার চাহনির বিশেষত্ব কী ছিল বলে তোমার মনে হয়? তার চাহনি বড়ো বউয়ের ভালো লাগেনি কেন?

লোকটার পরিচয়

মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পের নায়ক সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা উচ্ছবকে উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে। তার চাহনি উগ্র, পরনে কোমর পর্যন্ত ময়লা ছোটো লুঙ্গি ও চেহারা বুনো। মাতলার বন্যায় পরিবারকে হারিয়ে সে কলকাতার ধনী গৃহে কাজ করতে এসেছে।

চাহনির বিশেষত্ব

উচ্ছবের চাহনিতে যে উগ্রতা ছিল তা হিংসাত্মক নয়। বরং জীবনের চরমতম প্রতিকূলতার ঝাপটায় উচ্ছবের অসহায়তা তার দৃষ্টিতে প্রকাশ পেয়েছে। একদিকে পরিবারকে হারানোর যন্ত্রণা ও অন্যদিকে ক্ষুধার তীব্র জ্বালায় তার যে অস্থিরতা তা তার চাহনিতে ধরা পড়ে। ক্ষুধানিবারণের আশায় বড়ো বাড়িতে কাজ খুঁজতে এসে সেখানে খাদ্যের প্রাচুর্য তাকে বিস্মিত করে। তার জীবনসংগ্রামের সঙ্গে বড়ো বাড়ির বৈভবের বৈপরীত্যের বিস্ময়েই তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এসেছিল।

কারণ

ধনী বাড়ির বড়ো বউ সম্পদের আতিশয্যে অভ্যস্ত। তার চেতনায় তাই উচ্ছবের শ্রেণি বৈষম্যের যন্ত্রণা বোঝা সম্ভব নয় বলেই ক্ষুধার্ত উচ্ছবের উগ্র বিস্ময়ভরা চাহনি তার ভালো লাগেনি।

Leave a Comment