রূপ-নারানের কূলে/জেগে উঠিলাম -কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও

রূপ-নারানের কূলে/জেগে উঠিলাম -কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও

রূপ-নারানের কূলে/জেগে উঠিলাম,”-কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও

রূপ-নারানের কূলে/জেগে উঠিলাম,”-কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও।

জীবনের শেষপর্বে পৌঁছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারান’ অর্থাৎ জীবননদীর কূলে জেগে উঠলেন।

জেগে ওঠার আসল অর্থ

আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ জীবনের চিরসত্যকে উপলব্ধি করেছেন। মহাবিশ্বের বিশাল বিস্তৃতিতে মানুষ সামান্য প্রাণী। তাই অস্তিত্বের জন্য মানুষ বিশ্বপ্রকৃতির কাছে চিরঋণী। জীবনের বাস্তবতা কঠিন হলেও তাতে কোনো ছলনা থাকে না। তাই সত্যের সেই কঠোর রূপকে কবি উপলব্ধি করতে চান।

জীবনের শেষপ্রান্তে এসে কবি জেগে উঠেছেন। ‘আঘাতে আঘাতে’, ‘বেদনায় বেদনায়’ কবি নিজের সত্তাকে চিনতে পেরেছেন। নতুন জীবনদর্শনের মাধ্যমে তিনি উপলব্ধি করেন সত্য দুঃখজনক হলেও কখনও বঞ্চনা করে না। সত্যের জগতেই চিরকালীন প্রাণ প্রবাহিত। সত্যকে উপলব্ধি করার জন্য কবি তাই কঠিনকে গ্রহণ করেন। তাই কবির ‘রূপ-নারানের কূলে’ জেগে ওঠা প্রকৃর্তপক্ষে তাঁর সত্যোপলব্ধি, চেতনার জাগরণ।

আরও পড়ুনশৈশবের স্মৃতি রচনা

Leave a Comment