‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথের কীভাবে আত্মোপলব্ধি ও সত্যদর্শন হয়েছে তা আলোচনা করো। |
ভূমিকা
‘শেষ লেখা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি সহজসরল ভাষায় জীবনসত্যের প্রকাশ ঘটিয়েছেন। জীবনের সকল মোহ কাটিয়ে কবি সেই সত্যকে উপলব্ধি করেছেন।
জীবন কবির কাছে অর্থহীন
জীবনের প্রতি গভীর আকর্ষণ থেকেই কবি জীবনে বারবার ব্যথা পেয়েছেন ও বিচ্ছেদ অনুভব করেছেন। জগতের আনন্দময় অনুষঙ্গেও কবি জীবনের কোনো মহৎ তাৎপর্য খুঁজে পাননি। বেদনায় ভারাক্রান্ত কবিহৃদয় হয়ে পড়েছে চেতনাহীন। মৃত্যু কবিকে বারবার আহত করেছে তবু জীবনের আহ্বানকে তিনি অস্বীকার করেননি কখনও। তাই মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও কবি জীবন সম্পর্কে নির্মোহ উচ্চারণ করতে পেরেছেন।
কবির রূপান্তরিত জীবনদর্শন
জীবনের শেষপর্বে রবীন্দ্রনাথের অনাসক্ত জীবনভাবনায় পরিবর্তন এসেছে। মৃত্যু আসন্ন জেনেও কবি জীবনের অন্তিম লগ্নে কঠোর তপস্যায় আত্মমগ্ন থেকে খুঁজে পেয়েছেন কঠিন সত্যের স্বরূপ। তাই কবি যথার্থই লেখেন-
“জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।”
জগতের কঠিন সত্যের সন্ধান পেয়ে কবি মৃত্যুর মধ্য দিয়েই জীবনের সকল ঋণ শোধ করে দিতে চান।