একটা অদ্ভুত শব্দ -শব্দটি কীসের? এই শব্দের পর কোন্ ঘটনার কথা বলেছেন কবি – আজকের পর্বে একটা অদ্ভুত শব্দ -শব্দটি কীসের? এই শব্দের পর কোন্ ঘটনার কথা বলেছেন কবি তা আলোচনা করা হল।
একটা অদ্ভুত শব্দ -শব্দটি কীসের? এই শব্দের পর কোন্ ঘটনার কথা বলেছেন কবি
“একটা অদ্ভুত শব্দ।”-শব্দটি কীসের? এই শব্দের পর কোন্ ঘটনার কথা বলেছেন কবি? |
জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে শিকারিদের বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে।
ঘটনা
‘অদ্ভুত শব্দ’ হল সেই শিকারির বন্দুকের শব্দ যা মনোরম ভোরের সবুজ, স্নিগ্ধ, সুন্দর প্রেক্ষাপটে অসহায় একটি হরিণের প্রাণ কেড়ে নেয়। কবি এভাবেই দৃশ্যপটের পরিবর্তন ঘটান। ধীরে ধীরে সন্ধ্যা নামে অরণ্যের বুকে। নক্ষত্রের নীচে, ঘাসের বিছানায় সিগারেট খেতে খেতে শিকারির দল পুরোনো গল্পে মশগুল হয়। তাদের জ্বালানো আগুনে নিষ্পাপ হরিণের মাংস তৈরি হয়ে আসে।
ব্যাখ্যা
প্রতিদিন এমন করেই একশ্রেণির ক্ষমতাশালী মানুষ লোভে-হিংসায় অসংখ্য দুর্বল, অসহায় প্রাণ কেড়ে নেয়। আলোচ্য কবিতায় কবি বাদামি হরিণের মধ্য দিয়ে যেন এরই ইঙ্গিত দিয়েছেন। কবিতায় এই ‘অদ্ভুত শব্দ’ আধুনিক শহুরে সভ্য মানুষের হিংস্র রূপকে প্রকাশ করেছে।