বুদ্ধিটা কী করে এল তা বলি -বুদ্ধিটি কী? কীভাবে তা বক্তার মাথায় এসেছিল

বুদ্ধিটা কী করে এল তা বলি -বুদ্ধিটি কী? কীভাবে তা বক্তার মাথায় এসেছিল

"বুদ্ধিটা কী করে এল তা বলি।"-বুদ্ধিটি কী? কীভাবে তা বক্তার মাথায় এসেছিল
“বুদ্ধিটা কী করে এল তা বলি।”-বুদ্ধিটি কী? কীভাবে তা বক্তার মাথায় এসেছিল?

বুদ্ধি

শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে বুদ্ধি বলতে সাজসরঞ্জামহীন অভিনয়নির্ভর নাট্যরীতিকে নির্দেশ করা হয়েছে।

বুদ্ধি যেভাবে এসেছিল

তীব্র আর্থিক সংকটে আড়ম্বরহীন অভিনয়বহুল নতুন নাট্যশৈলীর প্রয়োজন দেখা দিলে নাটকের দেশি ও বিদেশি ঐতিহ্যের মধ্যেই নাট্যকার নাটকের নতুন অভিনয়রীতিকে খুঁজে পান। সেই প্রসঙ্গে পুরোনো বাংলা নাটকে পড়া রথ বা ঘোড়া না থাকলেও রাজার রথে চড়ে যাওয়ার ভঙ্গির অনুষঙ্গ নাট্যকারের মনে পড়ে। উড়ে যাত্রায় দেখেন রাজার নির্দেশে দ্রুত খবর আনার জন্য দূত দু-পায়ের মাঝে লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার ভঙ্গি করে মঞ্চে প্রবেশ ও প্রস্থান করে। মারাঠি তামাশায় দেখা কাল্পনিক মন্দিরের সামনে কৃষকের দুঃখ নিবেদন কিংবা দর্শকের সামনেই অভিনেতার দাড়ি-গোঁফ লাগিয়ে পুরোহিতের বেশধারণ শম্ভু মিত্রকে নতুন নাট্যশৈলীর ধারণা দেয়। রুশ চিত্রপরিচালক আইজেনস্টাইনের লেখায় জাপানি কাবুকি থিয়েটারে বিভিন্ন আকারের দুর্গনির্মাণে Perspective রচনা, কল্পিত যুদ্ধ ও অঙ্গভঙ্গি করে আর্টিস্টিক ও এসথেটিক মৃত্যুর দৃশ্যরচনা শম্ভু মিত্রকে উদ্বুদ্ধ করে। এসব দেখেই তার মাথায় নতুন রীতির নাটক অভিনয়ের বুদ্ধি এসেছিল।

Leave a Comment