গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে – গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো – আজকের পর্বে গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে – গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করা হল।
গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে – গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো |
“গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে”- গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। |
হাতের ছাপ যেখানে
কর্তার সিং দুগ্গাল রচিত গল্পের বাংলা অনুবাদ ‘অলৌকিক’ গল্পে হাসান আব্দালের জঙ্গল, যার বর্তমান নাম পাঞ্জাসাহেব, সেখানে এক বিরাট পাথরে গুরু নানকের হাতের ছাপ লেগে আছে।
প্রাসঙ্গিক ঘটনা
তৃষ্ণার্ত মর্দানা গুরু নানকের নির্দেশে হাসান আব্দালের রুক্ষ জঙ্গলের পাহাড়চূড়ায় বলী কান্ধারীর কাছে কুয়োর জল প্রার্থনা করেন। কিন্তু মর্দানা গুরু নানকের অনুচর জেনে বলী কান্ধারী তাকে তাড়িয়ে দেয়। গুরুর নির্দেশে সে দ্বিতীয় বার বলী কান্ধারীর কাছে গেলে বলী ‘কাফেরের শিষ্য’ বলে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তেষ্টায় মৃতপ্রায় মর্দানাকে গুরু নানক ‘জয় নিরস্কার’ বলে আবার বলী কান্ধারীর কাছে যেতে বলেন। কিন্তু গুরু নানকের চরম বিদ্বেষী বলী কান্ধারী কোনোভাবেই তাকে জল দেয় না। গুরু নানকের কাছে ফিরে এসে মৃতপ্রায় মর্দানা মাটিতে লুটিয়ে পড়ে। গুরু নানক শিষ্যের এই করুণ অবস্থা দেখে সামনের একটি পাথর সরাতে বলেন। পাথরটি সরাতেই নীচ থেকে ঝরনার স্রোত প্রবাহিত হয়। মর্দানা তাতে তৃষ্ণা মেটায়। ঠিক সেসময় বলী কুয়োয় জল নিতে গেলে দেখতে পায় তার কুয়োয় একটুও জল নেই। তাই সে প্রতিহিংসায় নানকের উদ্দেশে একটি পাথর নীচে গড়িয়ে দিলে নানক ‘জয় নিরঙ্কার’ ধ্বনি উচ্চারণ করে হাত দিয়ে সেই পাথর থামিয়ে দেন। পাথরটির গায়ে লেগে থাকা নানকের হাতের ছাপ এখনও আছে।