আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝ

আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝ
আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝ?
বার এবং তারিখ নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা সমস্যার সৃষ্টি হওয়ায় এর সমাধানে 180° দ্রাঘিমারেখার অনুসরণে আন্তর্জাতিক তারিখরেখাকে স্বীকৃতি দেওয়া হয়। 1884 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি-তে অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন-এ 180° দ্রাঘিমারেখার অনুসরণে ‘আন্তর্জাতিক তারিখরেখা’কে নির্দিষ্ট করা হয়। এই রেখার দু-পাশে সময়ের প্রভেদ 1 দিন বা 24 ঘণ্টা। আন্তর্জাতিক তারিখরেখা থেকে পশ্চিম গোলার্ধে গেলে। দিন কমিয়ে এবং পূর্ব গোলার্ধের দিকে গেলে দিন বাড়িয়ে নিতে হয়। এই রেখা বার ও তারিখ বিভাজনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

Leave a Comment