মূলমধ্যরেখা ও আন্তর্জাতিক তারিখরেখার ব্যবহার লেখো। |
মূলমধ্যরেখার ব্যবহার
[i] মূলমধ্যরেখার পূর্বদিক পূর্ব গোলার্ধ এবং পশ্চিমদিক পশ্চিম গোলার্ধ হিসেবে বিবেচিত হয়।
[ii] এই রেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে মানা হয়।
[iii] পৃথিবীর কোনো স্থান মূলমধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে জানার জন্য এই রেখা জরুরি।
আন্তর্জাতিক তারিখরেখার ব্যবহার
[i] এটি বার ও তারিখ বিভাজন রেখা।
[ii] এই রেখার পূর্বদিকের সঙ্গে পশ্চিমদিকের অংশে সময়ের প্রভেদ একদিনের হয়।