Daylight Saving Time বা DST কাকে বলে

Daylight Saving Time বা DST কাকে বলে
Daylight Saving Time বা DST কাকে বলে?
পৃথিবীর উচ্চ অক্ষাংশের দেশগুলিতে ঋতুপরিবর্তনের সাথে সাথে দিন এবং রাত্রের পার্থক্য খুব বেশি হয়। সেই কারণে ওইসব দেশে সারাবছরই ঘড়ির সময় একই নিয়মে চলে না। দিনের দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি অনুযায়ী এবং সূর্যের আলোকে কাজে লাগানোর জন্য ঘড়ির সময় পরিবর্তন করা হয়। বিশেষ করে উত্তর গোলার্ধে 21 মার্চ থেকে ঘড়ি এক থেকে দুই ঘণ্টা সময় এগিয়ে রাখা হয়, আবার 23 সেপ্টেম্বর থেকে সময় এক থেকে দু-ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। নরওয়ে, সুইডেন, কানাডা প্রভৃতি দেশে এভাবে সময়ের পরিবর্তন ঘটানো হয়।

Leave a Comment