গ্রিনিচ সময় বলতে কী বোঝ? |
মূলমধ্যরেখার (0°) স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়। মূলমধ্যরেখা লন্ডনের সামান্য পূর্বে গ্রিনিচ শহরের মানমন্দিরের ওপর দিয়ে প্রসারিত বলে মূলমধ্যরেখার সময়কে গ্রিনিচ সময় বা গ্রিনিচ গড় সময় (GMT) বলা হয়। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গ্রিনিচ সময় ব্যবহৃত হয় বলে এটিকে পৃথিবীর প্রমাণ সময় (Universal Time বা UT)-ও বলা হয়।