দ্রাঘিমার পরিবর্তনের সাথে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন? |
পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 24 ঘণ্টায় একবার আবর্তন করে। এই আবর্তন গতির জন্য প্রতিদিন প্রতিটি দ্রাঘিমারেখাই একবার সূর্যের সামনে আসে। সূর্যের আলো যখন যে দ্রাঘিমার ওপর লম্বভাবে পড়ে তখন সেখানে মধ্যাহ্ন হয়। এই সময় অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় নির্ণয় করা হয়। সুতরাং পৃথিবীর দ্রাঘিমারেখাগুলির ওপর সময় কী হবে তা পৃথিবীর আবর্তন এবং সূর্যরশ্মির পতনকোণের ওপর নির্ভর করে। তাই, এই দ্রাঘিমারেখা পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন লক্ষ করা যায়।