গ্রস্ত উপত্যকা এবং হোস্ট কাকে বলে

গ্রস্ত উপত্যকা এবং হোস্ট কাকে বলে
গ্রস্ত উপত্যকা এবং হোস্ট কাকে বলে?
গ্রন্ত উপত্যকা: যখন দুটি সমান্তরাল বা স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশের ভূমি খাড়াভাবে বসে যায়, তখন ওই অবনমিত অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তবে একটি স্তূপ পর্বতের দু-পাশেও গ্রস্ত উপত্যকা থাকতে পারে। উদাহরণ– ব্ল্যাক ফরেস্ট ও ভোজ পর্বতের মধ্যবর্তী রাইন নদীর উপত্যকা হল একটি গ্রস্ত উপত্যকা।

হোস্ট:
যখন দুটি চ্যুতিরেখার মধ্যবর্তী ভূমি বসে না গিয়ে চাপের ফলে ওপরে উঠে পর্বত সৃষ্টি করে, তাকে বলা হয় হোস্ট। উদাহরণ-সাতপুরা পর্বত। সুতরাং গ্রস্ত উপত্যকা এবং হোস্ট-দুই-ই হল চ্যুতির ফলে সৃষ্ট উল্লেখযোগ্য ভূমিরূপ।

Leave a Comment