উদাহরণসহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো

উদাহরণসহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো

উদাহরণসহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো
উদাহরণসহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো।
স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি হল-
① দুটি চ্যুতিরেখার মাঝখানের অংশ পার্শ্বচাপের ফলে ওপরে উঠে এলে স্তূপ পর্বতের সৃষ্টি হয় এবং এর দু-পাশে দুটি গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। উদাহরণ-সাতপুরা এই ধরনের স্তূপ পর্বত এবং এর দু-পাশের দুটি গ্রস্ত উপত্যকা দিয়ে যথাক্রমে নর্মদা ও তান্তী নদী প্রবাহিত হয়েছে।
② দুটি চ্যুতিরেখার মধ্যবর্তী অংশের ভূমি খাড়াভাবে বসে গেলে সৃষ্টি হয় গ্রস্ত উপত্যকা এবং ওই অবনমিত অংশের দু-পাশে দুটি স্তূপ পর্বত সৃষ্টি হয়। উদাহরণ-ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই ধরনের দুটি স্তূপ পর্বত এবং এ-দুয়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে।
③ স্তূপ পর্বতের দু-পাশের ঢাল বেশ খাড়া এবং শীর্ষদেশ কিছুটা চ্যাপটা হয়।
④ স্তূপ পর্বতের উচ্চতা এবং বিস্তৃতি খুব বেশি হয় না এবং এই পর্বত সাধারণত শৃঙ্গবিহীন হয়।

Leave a Comment