বেনিয়ফ জোন কী

বেনিয়ফ জোন কী
বেনিয়ফ জোন কী?
দুটি পাতের অনুভূমিক চলনের ফলে যে অঞ্চল বরাবর ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে সেই অঞ্চলকে অধঃপাত অঞ্চল বা বেনিয়ফ জোন বলে। বিজ্ঞানী হুগো বেনিয়ফ-এর নামানুসারে এই অঞ্চলকে বেনিয়ফ জোন বলা হয়।

বৈশিষ্ট্য: বেনিয়ফ জোনে পাতের গলন, ম্যাগমার পরিচলন স্রোত, ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত দেখা যায়।

উদাহরণ:
ইউরেশিয়ান পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসার ফলে ভারী প্রশান্ত মহাসাগরীয় পাত হালকা ইউরেশিয়ান পাতের নীচে প্রবেশ করে বেনিয়ফ জোন-এর সৃষ্টি করেছে।

Leave a Comment