প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী?
পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে। মেখলা শব্দের অর্থ-কোমর বন্ধনী। প্রায় 500টি সক্রিয় আগ্নেয়গিরি (সমগ্র পৃথিবীর 70%) প্রশান্ত মহাসাগরকে ন্ধনীর মতো ঘিরে আছে। একেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। এটি দক্ষিণ আমেরিকায় হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ পর্বত ও রকি পর্বতমালার মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে পশ্চিমে অ্যালুসিয়ান, কামচাটকা, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত।

Leave a Comment