ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? |
সমুদ্রগর্ভে যখন স্তরে স্তরে পলি জমা হয়, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহ চাপা পড়ে। পলি জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় ওই সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদেহ প্রবল চাপে ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায়। এজন্য পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীদেহের ছাপযুক্ত জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। সমুদ্রগর্ভে সৃষ্ট ওই পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। এই কারণে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়।