জনজীবনে পর্বতের প্রভাব
জনজীবনে পর্বতের প্রভাব কী? |
জনজীবনের ওপর পর্বতের ব্যাপক প্রভাব রয়েছে। যেমন-
① পার্বত্য অঞ্চলে বনভূমি থাকায় তা নানা ধরনের বনজ সম্পদে সমৃদ্ধ।
② পার্বত্য অঞ্চল বিভিন্ন নদনদীর উৎসস্থল।
③ পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়।
④ হিমালয়, আল্পস, রকি, আন্দিজের মতো সুউচ্চ এবং সুবিস্তৃত পর্বতশ্রেণিগুলি বহু এলাকার জলবায়ু নিয়ন্ত্রণ করে।
⑤ এ ছাড়া পর্যটনশিল্প, পশুপালন ও কাঠশিল্পের জন্য পার্বত্য অঞ্চল বিখ্যাত।
⑥ খাড়া ঢাল এবং পাথুরে ভূমির জন্য উন্নত ধরনের রাস্তাঘাট নির্মাণ করা খুবই কষ্টকর ও ব্যয়সাধ্য বলে পার্বত্য অঞ্চলে জনবসতি কম। এ ছাড়া, পার্বত্য অঞ্চলের মাটি পাথুরে হওয়ায় তা কৃষিকাজের অনুপযোগী।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা