লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে – আজকের পর্বে আলোচনা করা হল লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে এই বিষয় নিয়ে।
লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে
লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে? |
লিজেন্ড হল অতীতের অনেক কাজের নির্যাস। পৃথিবীর প্রায় প্রতিটি সমাজ ও সম্প্রদায়ের সঙ্গেই অবিচ্ছেদ্যরূপে যুক্ত লিজেন্ড।
লিজেন্ড বা কিংবদন্তি
ল্যাটিন শব্দ ‘Legenda’ থেকে ইংরেজি ‘Legend’ কথাটি এসেছে, যার অর্থ হল পড়ার বিষয়বস্তু। ইংরেজিতে Legend বলতে যা বোঝায় তার প্রতিশব্দ হিসেবে বাংলায় সর্বজনগ্রাহ্য কোনো প্রতিশব্দ প্রচলিত নেই। আধা সত্য বা অসত্য যে গল্পকথা লোকপরম্পরায় বহুশ্রুত হয়ে কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক গৌরবকে প্রতিষ্ঠিত করে, যার আংশিক ঐতিহাসিক ভিত্তি থাকে, সেই কাহিনিই হল কিংবদন্তি।
Encyclopedia Britanica-য় লিজেন্ড-এর সংজ্ঞা নির্দেশ করে বলা হয়েছে- কোনো বিশেষ ব্যক্তি বা স্থান সম্বন্ধে বলা পরম্পরাগত গল্প বা গল্পমালা। ড. আশুতোষ ভট্টাচার্য্যের ভাষায়- ‘Legend সাধারণতঃ কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত’।
উদাহরণ: রবিনহুড, রঘু ডাকাত, ভবানী পাঠক প্রমুখ হল কিংবদন্তির উদাহরণ।
অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপদানে লিজেন্ডের ভূমিকা
অতীতকে কল্পনা করা অথবা অতীতের ইতিহাস আলোচনার ক্ষেত্রে কিংবদন্তি বা লিজেন্ডের বিশেষ ভূমিকা রয়েছে।
ধারাবাহিকতা
কিংবদন্তির কাহিনিগুলি সুদূর অতীত থেকে মুখে মুখে প্রচলিত হয়ে বর্তমান কালে এসে পৌঁছেছে। মিথের মতোই কিংবদন্তি থেকেও অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে বর্তমান কালে মানুষ শিক্ষা লাভ করে এবং ভবিষ্যৎ জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে।
ঐতিহাসিক সভ্যতা
বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা সম্পর্কে জানা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায়- কিংবদন্তির উপর নির্ভর করে পূর্ববঙ্গের সীতারকোট এবং অন্যান্য জায়গায় পরীক্ষামূলকভাবে খননকার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
ঐতিহাসিক তথ্যের জোগান
কিংবদন্তির কাহিনিগুলি সম্পূর্ণ কাল্পনিক নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই কাহিনিগুলির বাস্তব ভিত্তি লক্ষণীয়। মৌর্য সম্রাট অশোক-এর শান্তিবাদী নীতিগ্রহণ কিংবা মীরাবাঈ-এর কৃষ্ণপ্রেমকে কেন্দ্র করে একাধিক কাহিনি প্রচলিত আছে। ছত্রপতি শিবাজির নানান বীরগাথা মহারাষ্ট্রের জনগণের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছিল বলে জানা যায়। হোমার, ভার্জিল, সফোক্লিস প্রমুখ গ্রিক সাহিত্যিকের কাব্য ও নাটকে অসংখ্য কিংবদন্তির উদাহরণ পাওয়া যায়।
আপনি আমাদের একজন মূল্যবান পাঠক। লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে -এই বিষয়ে আমাদের লেখনী সম্পূর্ণ পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত জানাতে ভুলবেন না।