চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, শর্তাবলি ও প্রবর্তনের পটভূমি আলোচনা করো |
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, শর্তাবলি ও প্রবর্তনের পটভূমি আলোচনা করো |
চিরস্থায়ী বন্দোবস্ত
চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলি
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য
এই বন্দোবস্ত গ্রহণের উদ্দেশ্যগুলি হল-
ইংরেজ সমর্থক গোষ্ঠীর উদ্ভব
কর্নওয়ালিস মনে করতেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ইংরেজ অনুগামী এক শ্রেণির উদ্ভব হবে, যাদের সমর্থনে ব্রিটিশ সাম্রাজ্য প্রদেশে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে।
আয় সুনিশ্চিত
এই বন্দোবস্তে জমিদারগণ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব বছরের নির্দিষ্ট দিনে জমা দিতে বাধ্য থাকবে। ফলে সরকারের আয়ও যেমন সুনিশ্চিত হবে, আবার কোম্পানির বাজেট তৈরিতেও সুবিধা হবে।
কৃষির উন্নতি
লর্ড কর্নওয়ালিস মনে করতেন যে, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা জমির মালিকানা পাবে এবং জমির উন্নতিতে মনোনিবেশ করবে। ফলে কৃষির উন্নতি ঘটবে এবং দেশ সমৃদ্ধ হবে।
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রেক্ষাপট বা পটভূমি
বিভিন্ন কারণে ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়, যেমন-
হেস্টিংস প্রবর্তিত ভূমি বন্দোবস্তের ত্রুটি
ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচসালা বন্দোবস্ত (১৭৭২-৭৭ খ্রি.) এবং একসালা বন্দোবস্তে (১৭৭৭-৮৯ খ্রি.) প্রজাদের উপর অত্যাচার বৃদ্ধি পায় এবং জমিদারদের উচ্ছেদ ঘটে। এর ফলে জমি বন্দোবস্তের অবনতি ঘটে এবং অন্যদিকে বিভিন্ন ত্রুটি থাকায় সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডের পরিচালক সভা স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত প্রবর্তনের নির্দেশ দেয়।
দশসালা বন্দোবস্ত
লর্ড কর্নওয়ালিস জন শোরের সুপারিশ গ্রহণ করে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদারদের সঙ্গে দশ বছর মেয়াদি বন্দোবস্ত (দশসালা বন্দোবস্ত-১৭৯০ খ্রি.) প্রবর্তন করেন। পরে তা ইংল্যান্ডের বিচারকমণ্ডলীর অনুমোদন লাভ করে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয় (২২ মার্চ, ১৭৯৩ খ্রি.)।