ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে দেওয়ানি লাভের পর একটি সংগঠিত রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে বিবিধ পদক্ষেপ গ্রহণ করে।

ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মূল উদ্যোক্তা

১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন। ছিয়াত্তরের মন্বন্তরের ফলে তখন আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ওয়ারেন হেস্টিংস নায়েব-সুবা রেজা খাঁ ও সিতাব রায়কে পদচ্যুত করে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান এবং ‘Board of Revenue’ গঠন করে তার উপর ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তনের দায়িত্ব অর্পণ করেন। পরবর্তীকালে তাঁর ব্যবস্থার নানা ত্রুটি ধরা পড়লে লর্ড কর্নওয়ালিস ১৭৯০ খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হয়ে এসে নতুন ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন।

বিভিন্ন ভূমিরাজস্ব ব্যবস্থা

পাঁচসালা বন্দোবস্ত

গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে ‘Board of Revenue’ ও ভ্রাম্যমাণ কমিটি গঠন করে ৫ বছরের জন্য পাঁচসালা বা ইজারাদারি ব্যবস্থার প্রবর্তন করেন।

একসালা বান্দাবস্ত

১৭৭৭ খ্রিস্টাব্দে পাঁচসালা ব্যবস্থার অবসান ঘটিয়ে ইজারাদারদের খারিজ করে জমিদারদের সঙ্গে চুক্তি করা হয় এক বছরের জন্য। এই ব্যবস্থা একসালা বন্দোবস্ত নামে পরিচিত। ১৭৭৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্যবস্থা জারি ছিল।

দশসালা বন্দোবস্ত

লর্ড কর্নওয়ালিস, জন শোরের সুপারিশ গ্রহণ করে ১৭৮৯ খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং ১৭৯০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশ বছর মেয়াদি জমি বন্দোবস্ত করেন। এই ব্যবস্থা দশসালা বন্দোবস্ত নামে পরিচিত।

চিরস্থায়ী বন্দোবস্ত

লর্ড কর্নওয়ালিস-এর দশসালা বন্দোবস্ত ১৭৯৩ খ্রিস্টাব্দে বোর্ড অফ ডিরেক্টরস-এর অনুমোদন লাভ করে এবং তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত হয়।

মহলওয়ারি বন্দোবস্ত

উনিশ শতকের গোড়ায় হোল্ট ম্যাকেঞ্জি কয়েকটি গ্রাম নিয়ে তালুক বা মহল সৃষ্টি করে যে জমি বন্দোবস্ত করেন, তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিতি লাভ করে। এই ব্যবস্থা প্রচলিত ছিল উত্তরপ্রদেশ, দিল্লি অঞ্চল ও মধ্যপ্রদেশে।

রায়তওয়ারি বন্দোবস্ত

টমাস মনরো ও ক্যাপটেন রিড দক্ষিণ ভারতের মাদ্রাজে কয়েকটি এলাকা বাদে ও বোম্বাই প্রেসিডেন্সির বিস্তীর্ণ অঞ্চলে ১৮২০ খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। এই ব্যবস্থায় সরকার সরাসরি কৃষক বা রায়তদের সঙ্গে বন্দোবস্ত করত।

ভাইয়াচারি ব্যবস্থা

১৮২৪ খ্রিস্টাব্দে এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি পাঞ্জাবের কয়েকটি গ্রামে ভাইয়াচারি ব্যবস্থা চালু করেন।

ব্রিটিশ আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমিরাজস্ব ব্যবস্থার ফলে ইংরেজ কোম্পানি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হলেও কৃষকদের দুর্দশা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

FAQs on – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও

১৭৭২ খ্রিস্টাব্দে কে বাংলার গভর্নর নিযুক্ত হন?
 
১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
কে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?
 
ওয়ারেন হেস্টিংস।
পাঁচসালা বন্দোবস্ত কে চালু করেন?
 
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
একসালা বন্দোবস্ত কে চালু করেন?
 
ওয়ারেন হেস্টিংস।
চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
লর্ড কর্নওয়ালিস

Leave a Comment