পিটস ইন্ডিয়া আইন সম্পর্কে পর্যালোচনা করো। ভারতে ব্রিটিশ প্রশাসনিক কাঠামোর বিকাশ সম্পর্কে আলোচনা করো। |
পিটস ইন্ডিয়া আইনের পর্যালোচনা
ধারা: পিটের ভারত শাসন আইনের গঠনতান্ত্রিক ও প্রশাসনিক ধারাগুলি নিম্নরূপ-
গঠনতান্ত্রিক ধারাসমূহ:
- লন্ডনে বোর্ড অফ কন্ট্রোল নামে ৬ জন সদস্যবিশিষ্ট একটি সভা গঠিত হবে।
- কোম্পানির অংশীদারদের ভোটে নির্বাচিত ২৪ জন ডাইরেক্টর নিয়ে ডাইরেক্টর সভা গঠিত হবে। প্রতি বছর এই সভার সদস্যদের ১/৪ অংশ পদত্যাগ করবেন এবং নতুন সদস্য নির্বাচিত হবেন।
- ৩ জন ডাইরেক্টরকে নিয়ে একটি সিক্রেট কমিটি গঠিত হবে।
প্রশাসনিক শর্তাবলি:
- ভারতীয় প্রশাসনের আঞ্চলিক পরিষদ বা কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই কাউন্সিলের সদস্যসংখ্যা ৪ জনের বদলে ৩ জন করা হয়।
- বাংলার গভর্নর জেনারেল সমগ্র ভারতের ব্রিটিশ প্রশাসক হয়ে ওঠেন।
- রাজ্যজয় ও সাম্রাজ্যবিস্তারকে ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির -বহির্ভূত বলে ঘোষণা করা হয়।
গুরুত্ব : এই আইন দ্বারা গঠিত বোর্ড অফ কন্ট্রোল ডাইরেক্টর সভাকে নিয়ন্ত্রণ করলেও বোর্ডের স্বাধীনভাবে কাজ করার কোনো ক্ষমতা ছিল না। কোম্পানির দ্বারা ভারতের প্রশাসনিক কার্যাবলি ও দায়িত্ব নির্বাহের সুবাদে ভারতে এক ধরনের দ্বৈত শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তবে এইসব সীমাবদ্ধতা সত্ত্বেও এই আইনের গুরুত্বগুলি হল-
- পিটের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে প্রশাসনিক ব্যবস্থার যে কাঠামো তৈরি হয়েছিল তা ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল।
- এই আইন ইংল্যান্ডের ব্রিটিশ সরকার, কোম্পানি এবং কোম্পানি দ্বারা পরিচালিত ভারতীয় প্রশাসনের মধ্যে সমন্বয়সাধন ও এক্তিয়ার নির্ধারণ করে।
- ব্রিটিশ পার্লামেন্ট ও বোর্ড অফ কন্ট্রোলের যৌথ নিয়ন্ত্রণ কোম্পানিকে ভারতীয় প্রশাসনিক কাজে দায়িত্বশীল হতে বাধ্য করে।
ভারতে ব্রিটিশ প্রশাসনিক কাঠামোর বিকাশ
আমলাতন্ত্র: ইংল্যান্ড থেকে ভারতে আগত সিভিলিয়ানদের প্রশিক্ষণের জন্য গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়ম কলেজ। এ ছাড়া ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভারতীয়রা উচ্চপদে নিযুক্ত হওয়ার সুযোগ পায়।
সেনাবাহিনী: ভারতে কোম্পানির স্থায়ী সেনাবাহিনীর প্রতিষ্ঠা ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৮২০-র দশক থেকে এই সেনাবাহিনীতে ভারতীয়দের সুযোগসুবিধা হ্রাস করা হলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়।
পুলিশি ব্যবস্থা : ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে, ব্রিটিশ রাজত্বে প্রশাসনিক ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল পুলিশ।
- বাংলার প্রথম গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলার জমিদারদের ‘থানাদারি পুলিশবাহিনী’-র পরিবর্তে কোম্পানির নিজস্ব পুলিশবাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন।
- ওয়ারেন হেস্টিংসের উত্তরসূরী লর্ড কর্নওয়ালিস-ই প্রথম একটি সংঘবদ্ধ পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি ১৭৯৩ খ্রিস্টাব্দে ভারতে ইংল্যান্ডের অনুকরণে প্রথম পুলিশ বিভাগ প্রবর্তন করেন।