বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল

বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল – আজকের পর্বে আলোচনা করা হল বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল তা নিয়ে।

    বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল

    বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল
    বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?

    বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল

    ‘নবজাগরণ’ কী

    ফরাসি শব্দ রেনেসাঁস-এর বাংলা অর্থ হল নবজাগরণ। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষাবিস্তারের সূত্রে উনিশ শতকের বাংলাতে (কলকাতাকে কেন্দ্র করে) শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটে, তাকেই কেউ কেউ নবজাগরণ আখ্যা দিয়ে থাকেন।

    বাংলার নবজাগরণের প্রকৃতি

    বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র বিচার সম্পর্কে বিভিন্ন মতগুলি হল-

    (ক) বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ

    রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মনীষী উনিশ শতকের বাংলার মানসিক স্ফুরণ ও সংস্কার আন্দোলনকে নবজাগরণ বলেছেন। ঐতিহাসিক যদুনাথ সরকার তাঁর ‘The History of Bengal’ গ্রন্থে উনিশ শতকের বাংলাকে নবজাগরণের পীঠস্থান বলে অভিহিত করেছেন। অধ্যাপক সুশোভন সরকারও এ বিষয়ে সহমত পোষণ করেন। তিনি বলেছেন যে, বাংলাতেই সর্বপ্রথম বুর্জোয়া অর্থনীতি ও আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব অনুভূত হয়। এর ফলে যে সাংস্কৃতিক জাগরণ ঘটে তাকে সাধারণভাবে নবজাগরণ বলা হয়ে থাকে।

    (খ) বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়

    পণ্ডিত অশোক মিত্র ১৯৫১ খ্রিস্টাব্দের আদমশুমারির সময় বাংলায় উনিশ শতকীয় জাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন। গবেষক সুপ্রকাশ রায় বাংলার নবজাগরণকে ইউরোপের থেকে ভিন্ন সামন্ততান্ত্রিক ভূস্বামীদের আন্দোলন বলেছেন। ইউরোপের নবজাগরণ ছিল সামন্তপ্রথার বিরুদ্ধে; কিন্তু বাংলার নবজাগরণ ছিল জমিদার ও মধ্যস্বত্বভোগীদের সঙ্গে একত্রিত হয়ে সামন্ততান্ত্রিক ভূস্বামীদের আন্দোলন। আবার বাংলার বিশাল কৃষক শ্রেণি ছিল ভূস্বামীদের শত্রু ও বিরোধী। ঐতিহাসিক বিনয় ঘোষ একে একটি ঐতিহাসিক প্রতারণা বলে অভিহিত করেছেন।

    নবজাগরণের সীমাবদ্ধতা

    উনিশ শতকের বাংলার নবজাগরণের বেশকিছু সীমাবদ্ধতা লক্ষণীয়। যথা-

    • ইটালির ফ্লোরেন্স নগরী ইউরোপের নবজাগরণে যে ভূমিকা পালন করে, ইংরেজদের ঔপনিবেশিক কেন্দ্র কলকাতা তা পালন করতে পারেনি।
    • শহরকেন্দ্রিক বাংলার নবজাগরণে কৃষক ও শ্রমিক-সহ সমাজের একটি বড়ো অংশ শামিল হতে পারেনি।
    • বাংলার নবজাগরণ ছিল মূলত বর্ণহিন্দুদের। মুসলিম সমাজ এর বাইরে ছিল।
    • বাংলার নবজাগরণের প্রবক্তারা বাংলার সমাজকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান, জাতিভেদ প্রথা প্রভৃতি ক্ষেত্রে পুরোপুরি সাফল্যলাভ করতে পারেননি। 

    নবজাগরণের গুরুত্ব

    উনিশ শতকে নবজাগরণের ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। পাশ্চাত্য সংস্কৃতিতে সময়, স্বাস্থ্য এবং শ্রমিকের পারিশ্রমিকের যে ধারণা প্রচলিত ছিল সে সম্বন্ধে ভারতীয়রা জানতে পারে। জনৈক জার্মান পন্ডিতের মতে, ভারতে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগের সূচনা ঘটেছিল।

    FAQs on – বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল

    বাংলার নবজাগরণের ফলাফল কি ছিল?

    বাংলায় নবজাগরণের ফলে সামাজিক সংস্কারসহ, শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।
    বাংলার নবজাগরণের প্রকৃতি কি ছিল?

    বাংলার নবজাগরণ শিল্প, সাহিত্য, সঙ্গীত, দর্শন, ধর্ম, বিজ্ঞান এবং সামাজিক-রাজনৈতিক জাগরণ ঘটিয়েছিল।
    নবজাগরণের সূচনা হয় কোথায়?

    ইতালিতে।

    Leave a Comment