মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে গোপালহরি দেশমুখের ভূমিকার পর্যালোচনা করো। |
মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে গোপালহরি দেশমুখের ভূমিকা
সমাজসংস্কার: সমাজসংস্কারের ক্ষেত্রে গোপালহরি দেশমুখের লক্ষ্য ছিল- নারীমুক্তি ও স্ত্রীশিক্ষার প্রসার, বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ, বিধবাবিবাহের প্রবর্তন, বিদ্যালয়, লাইব্রেরি প্রভৃতি প্রতিষ্ঠার মাধ্যমে জনশিক্ষার প্রসার এবং সামাজিক কুসংস্কার, যুক্তিহীন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার দূরীকরণ।
সংস্কারমূলক প্রচেষ্টা: গোপালহরি দেশমুখ প্রভাকর পত্রিকায় লোকহিতবাদী ছদ্মনামে সামাজিক সমস্যামূলক মোট ১০৮টি নিবন্ধ লিখে শিক্ষিত ও সচেতন মানুষদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পুনায় প্রার্থনা সমাজের একটি শাখা প্রতিষ্ঠা করেন। এখানে নারীমুক্তি সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন করা হত। আহমেদাবাদে বিচারপতি পদে থাকাকালীন সময়ে হিন্দু প্রকাশ, জ্ঞানপ্রকাশ, লোকহিতবাদী পত্রিকাও প্রকাশ করেন তিনি। পুনা শহরে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। বোম্বাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রতিষ্ঠায় গোপালহরি দেশমুখ উদ্যোগী ভূমিকা পালন করেন। তাঁর অনুরোধে বোম্বাইয়ের গভর্নর হেনরি ব্রাউন লাইব্রেরিতে বেশকিছু গ্রন্থ দান করেন। এ ছাড়া তাঁর চেষ্টায় কিছু বিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়।