বাংলায় পঞ্চাশের মন্বন্তরের ফলাফল আলোচনা করো। ৫০-এর মন্বন্তর তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প-সাহিত্যে কী প্রভাব ফেলেছিল? |
বাংলায় মন্বন্তরের ফলাফলসমূহ
ব্যাপক মৃত্যুহার
পঞ্চাশের মন্বন্তরের ফলে অনাহার ও অজানা রোগে আক্রান্ত হয়ে বাংলার মৃত্যুহার বৃদ্ধি পেয়েছিল।
রাজনৈতিক ঘটনাবলি
দুর্ভিক্ষের কারণে ভারত ছাড়ো আন্দোলনে জনগণের সীমিত অংশগ্রহণ, কোয়ালিশন মন্ত্রীসভার পতন, কমিউনিস্ট পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি প্রভৃতি রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা দেয়।
অর্থনৈতিক কাঠামোয় বিপর্যয়
বাংলার আর্থিক কাঠামো এসময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ক্ষুধার্ত মানুষেরা ফ্যান ভিক্ষা করতে থাকে। এই দুর্ভিক্ষে অভাবের তাড়নায় অনেকে হীনবৃত্তি গ্রহণ করতে বাধ্য হয়।
কমিউনিস্ট পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি
১৯৪৩ খ্রিস্টাব্দের ভয়াবহ পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি সরকারের ত্রুটিপূর্ণ পরিকল্পনার সুযোগে বিভিন্ন মহিলা সমিতি এবং বি পি কে এস-এর সাহায্য নিয়ে গ্রামের অভুক্ত মানুষগুলির কাছে খাদ্য সরবরাহ করে। ফলে কমিউনিস্ট পার্টির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
তৎকালীন ভারতের অর্থনীতি ও শিল্প-সাহিত্যে ৫০-এর মন্বন্তরের প্রভাব
ভারতের অর্থনীতি ও শিল্প-সাহিত্যের উপর পঞ্চাশের মন্বন্তরের গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল, যেমন-
অর্থনীতির উপর প্রভাব:
- পোড়ামাটির নীতি: তৎকালীন বাংলায় দুর্ভিক্ষ শুরু হলে সরকার এই সমস্যাসমাধানের চেষ্টা তো করেইনি বরং পূর্ব বাংলার দশ হাজার নৌকা ধ্বংস এবং প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট করে দেয়।
- শ্রমসম্পদের অভাব: গ্রাম ও শহরের অর্ধেকেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ায় কলকারখানা ও চাষের কাজে শ্রমিকের ঘাটতি দেখা দেয়, যা উৎপাদন ব্যবস্থাকে হ্রাস করে।
- শিশুশ্রমের হ্রাস: পঞ্চাশের মন্বন্তরের সময় জমির উপর কৃষকদের অধিকার বজায় রাখার আগ্রহ হ্রাস পেতে থাকলে সমাজে নারী ও শিশুশ্রম অবলুপ্ত হতে শুরু করে।
- শিল্প-সাহিত্যের উপর প্রভাব: বাংলার শিল্প ও সাহিত্যেও ৫০-এর মন্বন্তরের করুণ চিত্র ফুটে উঠতে দেখা যায়। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক, মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প নামক গ্রন্থে পঞ্চাশের মন্বন্তরের করুণ রূপ ফুটে ওঠে। এ ছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসটি এই প্রেক্ষাপটেই রচিত, যাকে চলচ্চিত্রের রূপ দেন সত্যজিৎ রায়। অন্যদিকে সোমনাথ হোড় এবং জয়নাল আবেদিনের আঁকা বিভিন্ন ছবিতে ৫০-এর মন্বন্তরের করুণ চিত্র ধরা পড়েছে।
আরও পড়ুন – স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো