আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল
আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল? |
ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার কারণ
ভিয়েতনামের যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপের কারণগুলি হল-
(ক) আদর্শগত বিরোধ
ভিয়েতনামে মার্কিন হস্তক্ষেপের মূল কারণ ছিল আদর্শগত ও রাজনৈতিক। কমিউনিস্ট নেতৃত্বাধীন উত্তর ভিয়েতনাম এবং অ-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনামের মধ্যে বিভাজনকারী ১৭° অক্ষরেখাকে সাম্যবাদ ও মুক্ত বিশ্বের মধ্যে বিভাজনরেখা বলে মনে করেছিল মার্কিনিরা।
(খ) কমিউনিস্ট চিনের প্রতিপত্তি বৃদ্ধি
১৯৪৯ খ্রিস্টাব্দে চিনে মাও জে দং-এর নেতৃত্বে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা ও উত্তরোত্তর চিনের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎকণ্ঠিত করে তোলে। চিন যাতে আর কোনো দেশে সাম্যবাদের প্রসার ঘটাতে না পারে, তার জন্য ভিয়েতনামে প্রত্যক্ষভাবে আমেরিকা হস্তক্ষেপ করে।
(গ) সাম্যবাদী বলয় গঠনের আশঙ্কা
মার্কিন সরকার ভেবেছিল যে, সোভিয়েত রাশিয়া ও চিনের সহযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি সাম্যবাদী বলয় গঠিত হবে। এই কারণে ট্রুম্যান প্রশাসন সাম্যবাদকে প্রতিহত করার উদ্যোগ নেয় এবং ফ্রান্সকে বিপুল অর্থ প্রদান করে।