কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও

কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও

কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

কিউবার ক্ষেপণাস্ত্র সংকট

১৯৬২ খ্রিস্টাব্দে কিউবাতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত।

(ক) মার্কিন নিয়ন্ত্রণ

মার্কিন পুঁজিপতিদের একচেটিয়া কর্তৃত্বে কিউবায় আর্থিক দুর্দশা দেখা দেয় ও কিউবার জনগণ কিউবার রাষ্ট্রপতি বাতিস্তার বিরোধিতা করে। এসময় কিউবার তৎকালীন ছাত্রনেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে এক অভ্যুত্থান দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটে ও ১৯৫৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি কাস্ত্রো রাষ্ট্রপতিরূপে কিউবার দায়িত্বভার গ্রহণ করেন।

(খ) ফিদেল কাস্ত্রোর কর্মসূচি

কাস্ত্রো পুঁজিবাদের কুফল লক্ষ করে রাশিয়া, চিন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন এবং সমাজতান্ত্রিক ধাঁচে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কারমূলক প্রকল্প গ্রহণ করেন।

(গ) কিউবার উপর মার্কিন সেনাদের আক্রমণ

কাস্ত্রোর সমাজতান্ত্রিক কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে কাস্ত্রো সরকারকে উচ্ছেদের জন্য কাস্ত্রোবিরোধী বিদ্রোহে উৎসাহ দেয় আমেরিকা। ফলে প্রায় ১৪০০ জন কাস্ত্রোবিরোধী বিদ্রোহী কিউবার পিগ উপসাগরে অবতরণ করে এবং তাদের সাহায্যের জন্য মার্কিন B-26 বিমান প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ফিদেল কাস্ত্রো মাত্র ২ দিনে এই বিদ্রোহ দমন করেন।

(ঘ) সোভিয়েত সহায়তায় কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ

১৯৬২ খ্রিস্টাব্দে আমেরিকা তার গুপ্তচর বিমানের সাহায্যে জানতে পারে যে, কিউবায় সোভিয়েত রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে। এই সকল ক্ষেপণাস্ত্র আমেরিকার উপর রাশিয়ার চাপ বৃদ্ধি করেছিল।

(ঙ) মার্কিন প্রতিক্রিয়া ও কিউবা অবরোধ

মার্কিন প্রেসিডেন্ট কেনেডি বেতার মাধ্যমে এক ঘোষণায় কিউবার চতুর্দিকে নৌপথে অবরোধ করার কথা জানান (২২ অক্টোবর, ১৯৬২ খ্রি.) এবং বলেন যে, কিউবাগামী সমস্ত জাহাজ অনুসন্ধানের পর কিউবায় প্রবেশ করতে দেওয়া হবে। তা ছাড়া কিউবা থেকে কোনো ক্ষেপণাস্ত্র যদি আমেরিকায় নিক্ষেপ করা হয়, তাহলে তার দায়ভার পড়বে রাশিয়ার উপর। এই ঘোষণার পর সোভিয়েত সরকার রুশ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়।

(চ) যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় জাতিপুঞ্জের উদ্যোগ

যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্মিলিত জাতিপুঞ্জ এবং জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলি। জাতিপুঞ্জের মহাসচিব উ থান্ট মার্কিন রাষ্ট্রপতি কেনেডি এবং রুশ প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ-কে ধ্বংসাত্মক যুদ্ধ থেকে বিরত হওয়ার আহ্বান জানান। অবশেষে দীর্ঘ আলোচনার পরে ১৯৬২ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর ক্রুশ্চেভ কেনেডিকে জানান, তারা কিউবা থেকে ক্ষেপণাস্ত্র অপসারণ করবে, যদি আমেরিকা কিউবা আক্রমণ না করে। অন্যদিকে আমেরিকাকেও কিউবা থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। পারস্পরিক আলোচনায় শেষপর্যন্ত উভয় রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটে।

FAQs on – কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও

কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো?
 
১৯৬২ খ্রিস্টাব্দে কিউবাতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে হয়?
১৯৬২ খ্রিস্টাব্দে।

Leave a Comment