মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো
মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? |
মার্শাল পরিকল্পনা
যুদ্ধবিদ্ধস্ত ইউরোপে সাম্যবাদের প্রভাব যাতে বিস্তৃত না হয়, সেই কারণে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ সি মার্শাল ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে মার্কিন সাহায্যের এক পরিকল্পনা ঘোষণা করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত
মার্শাল পরিকল্পনার মূল বক্তব্যসমূহ
- মার্শাল পরিকল্পনা কোনো বিশেষ দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়। এই নীতি সার্বিকভাবে ক্ষুধা, দারিদ্র্য, হতাশা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে।
- পশ্চিম ইউরোপের অর্থনৈতিক সংকট দূরীকরণের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থসাহায্য করবে। কমিউনিস্ট রাষ্ট্রগুলিও মার্কিন অর্থসাহায্য লাভ করতে পারবে ইত্যাদি।
মার্শাল পরিকল্পনার প্রয়োগ
মার্শাল পরিকল্পনা রূপায়ণের জন্য ইউরোপের সাহায্যপ্রাপ্ত ১৬টি দেশ প্যারিস সম্মেলনে OEEC, ERP ইত্যাদি আর্থিক সংস্থাগুলি গড়ে তোলে। তারপর মার্কিন আইনসভা Foreign Assistance Act পাস করে Economic Co-operation Administration গঠন করে চার বছর মেয়াদে (১৯৪৮-৫১ খ্রিস্টাব্দ) ১৩ বিলিয়ন ডলার বরাদ্দ করে।
মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যসমূহ
- ইউরোপের আর্থিক পুনরুজ্জীবন : ইউরোপ তথা সমগ্র বিশ্ব থেকে ক্ষুধা-দারিদ্র্য-হতাশা দূর করে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানোই ছিল এর প্রধান উদ্দেশ্য।
- পশ্চিম ইউরোপকে রক্ষা: ক্রমাগত সাম্যবাদী আদর্শ প্রসারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভীত হয়ে পড়ে। পূর্ব ইউরোপে সাম্যবাদের প্রসার ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপকে রুশ কবল থেকে রক্ষা করতে তৎপর হয়ে ওঠে।
- বাজার তৈরি: পশ্চিম ইউরোপের দেশগুলিতে বিপুল পরিমাণ ঋণদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ঘটিয়ে ওই সকল অঞ্চলে ব্যাবসাবাণিজ্যের প্রসার, শক্তিশালী বাজার তৈরি করাও ছিল মার্শাল পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।
- অনুগত রাষ্ট্রজোট গঠন: মার্কিন সাহায্যপ্রাপ্ত ইউরোপীয় দেশগুলিকে নিয়ে একটি রাষ্ট্রজোট গঠন করতে চেয়েছিল আমেরিকা। তাদের প্রধান উদ্দেশ্য ছিল, এই জোট গঠনের মাধ্যমে সোভিয়েত রাষ্ট্রের আগ্রাসী মনোভাবকে প্রতিরোধ করা।
এককথায়, মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য ছিল দয়া দেখিয়ে সাম্যবাদের ভিত্তি ধ্বংস করা।
মার্শাল পরিকল্পনার ফলে- মার্কিন অর্থ সহায়তা পেয়ে পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থনৈতিক মন্দাভাব কেটে যায় এবং আর্থিক ব্যবস্থা আবার সক্রিয় ও সচল হয়ে ওঠে। তবে এই পরিকল্পনার ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল।
FAQs on – মার্শাল পরিকল্পনা কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো
মার্শাল পরিকল্পনা কী?
যুদ্ধবিদ্ধস্ত ইউরোপে সাম্যবাদের প্রভাব যাতে বিস্তৃত না হয়, সেই কারণে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ সি মার্শাল ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে মার্কিন সাহায্যের এক পরিকল্পনা ঘোষণা করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে?
জর্জ সি. মার্শাল।
মার্শাল পরিকল্পনা প্রবর্তন করেন কোন রাষ্ট্রপতি?
19 ডিসেম্বর, 1947-এ, রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান।
মার্শাল পরিকল্পনার জন্য কে অর্থ প্রদান করেন?
মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্শাল পরিকল্পনার ফলে কোন কোন দেশ উপকৃত হয়?
মার্শাল পরিকল্পনার ফলে উপকৃত দেশগুলি হল অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, গ্রীস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক এবং যুক্তরাজ্য।