দশম শ্রেণি বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাচ্য পরিবর্তন বাক্যের রূপান্তর

দশম শ্রেণি বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাচ্য পরিবর্তন বাক্যের রূপান্তর
দশম শ্রেণি বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কারক অকারক সম্পর্ক ব্যাসবাক্যসহ সমাস বাচ্য পরিবর্তন বাক্যের রূপান্তর

রেখাঙ্কিত পদগুলির কারক/অকারক সম্পর্ক এবং বিভক্তি ও অনুসর্গ নির্ণয় করো

১. আমাদের ডান পাশে ধ্বস।

ধ্বস-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

২ . আমাদের মাথায় বোমাবু।

মাথায়-অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।

৩. আমাদের ঘর গেছে উড়ে।

ঘর-কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

৪. আমাদের শিশুদের শব।

শিশুদের-সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি।

৫. এ-মুহূর্তে মরে যাব না কি?

এ-মুহূর্তে-অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

৬. আমাদের ইতিহাস নেই।

ইতিহাস-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৭. পৃথিবী হয়তো গেছে মরে।

পৃথিবী-কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

৮. তবু তো কজন আছি বাকি।

কজন-কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

৯. আয় আরো হাতে হাত রেখে।

হাত-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

রেখাঙ্কিত পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো

১. আমাদের বাঁয়ে গিরিখাদ।

> গিরিখাদ = গিরি মধ্যস্থ খাত-মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

২. আমাদের চোখমুখ ঢাকা।

> চোখমুখ = চোখ ও মুখ-দ্বন্দ্ব সমাস।

৩. আমরা ভিখারি বারোমাস।

> বারোমাস = বারো মাসের সমাহার-দ্বিগু সমাস।

নির্দেশ অনুসারে বাচ্য পরিবর্তন করো

১. আমাদের পথ নেই কোনো। (কর্তৃবাচ্যে)

আমরা সব পথ হারিয়েছি। (কর্তৃবাচ্য)

২. আয় আরো বেঁধে বেঁধে থাকি। (ভাববাচ্যে)

> আয় আরো বেঁধে বেঁধে থাকা হোক। (ভাববাচ্য)

৩. এ-মুহূর্তে মরে যাব না কি? (কর্মবাচ্যে)

> এ-মুহূর্তে মরে যেতে হবে না কি? (কর্মবাচ্য)

৪. আমাদের কথা কে-বা জানে। (কর্মবাচ্যে)

> (কারওর কর্তৃক) আমাদের কথা জ্ঞাত নেই। (কর্মবাচ্য)

৫. তবু তো কজন আছি বাকি। (ভাববাচ্যে)

> তবু তো কজনের বাকি থাকা গেছে। (ভাববাচ্য)

নির্দেশ অনুসারে বাক্যের রূপান্তর করো

১. আমাদের পথ নেই কোনো। (প্রশ্নবোধক বাক্যে)

> আমাদের কি কোনো পথ আছে? (প্রশ্নবোধক বাক্য)

২. পায়ে পায়ে হিমানীর বাঁধ। (জটিল বাক্যে)

> পায়ে পায়ে যে বাঁধ রয়েছে, তা হিমানীর। (জটিল বাক্য)

৩. আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে! (জটিল বাক্যে)

> আমাদের চারিদিকে যা ছড়ানো রয়েছে, তা হল শিশুদের শব! (জটিল বাক্য)

৪. পৃথিবী হয়তো বেঁচে আছে। (প্রশ্নবোধক বাক্যে)

> পৃথিবী কি বেঁচে আছে? (প্রশ্নবোধক বাক্য)

৫. কিছুই কোথাও যদি নেই/তবু তো কজন আছি বাকি। (সরলবাক্যে)

> কোথাও কিছু না থাকলেও কজন বাকি আছি। (সরলবাক্য)

৬. আয় আরো হাতে হাত রেখে/আয় আরো বেঁধে বেঁধে থাকি। (যৌগিক বাক্যে)

> আয় আরো হাতে হাত রাখি এবং আয় আরো বেঁধে বেঁধে থাকি। (যৌগিক বাক্য)

Leave a Comment