কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো

কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো – আজকের পর্বে কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করা হল।

    কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো

    কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো
    কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ লেখো
    ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের রাজনৈতিক অবস্থায় ভঙ্গুর হয়ে পড়ে। তখন বাইজানটাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলই ছিল ইউরোপের জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি ও সাধনার একমাত্র উন্নত ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে। এই পতনের নানাবিধ প্রভাব ছিল। যথা-

    বাইজানটাইন সাম্রাজ্যের অবসান

    কনস্ট্যান্টিনোপলের পতন ঐতিহ্যবাহী বাইজানটাইন সাম্রাজ্যের অবসান ঘটায়, যা দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপের একটি প্রভাবশালী শক্তি ছিল।

    তুর্কিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা

    কনস্ট্যান্টিনোপলের পতনে অটোমান তুর্কিরা ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। এর মধ্য দিয়ে বলকান প্রদেশগুলো দখলের পক্ষে অটোমান তুর্কিদের জন্য সর্বশেষ বড়ো প্রতিবন্ধকতা দূর হয় এবং সমগ্র দক্ষিণ-পূর্ব ইউরোপে তুর্কিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়।

    রেনেসাঁসের সূত্রপাত

    কনস্ট্যান্টিনোপলের পতনের ফলে এখানকার শিল্পী, সাহিত্যিক, পণ্ডিত ও বিদ্বান মনীষীরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইটালিতে আশ্রয় নেয়। সেখানে তাঁরা পূর্ব রোমান সাম্রাজ্যের সংস্কৃতি ও শিল্পকলার প্রসার ঘটান। এর মধ্য দিয়ে ইউরোপে রেনেসাঁস বা নবজাগরণের সূত্রপাত ঘটে।

    ভৌগোলিক আবিষ্কার

    অটোমান তুর্কিদের আক্রমণে ভূমধ্যসাগরীয় অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইতালীয় বণিকদের কাছে এই জলপথ আর নিরাপদ ছিল না। এই প্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলি সমুদ্রপথে বাণিজ্যের জন্য নতুন পথের সন্ধান করতে থাকে। ফলস্বরূপ, নতুন নতুন জলপথ আবিষ্কার হয়।

    উপসংহার

    কনস্ট্যান্টিনোপলের পতনের মধ্য দিয়ে ইউরোপে এক নতুন আর্থ-সামাজিক ব্যবস্থার আত্মপ্রকাশ ঘটে। এর অনুষঙ্গ হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ধারণা, উপাদান ও শক্তিসমূহের উদ্ভব ঘটে। মানবসমাজ পরিচিত হয় এক নতুন ধ্যান-ধারণার সঙ্গে, যা মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের আবির্ভাব ঘটায়।

    Leave a Comment