দ্বাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ছোটো প্রশ্ন উত্তর

সূচিপত্র

দ্বাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ছোটো প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ছোটো প্রশ্ন উত্তর

History’ শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে? এর অর্থ কী?

গ্রিক্ শব্দ Historia থেকে ‘History’ শব্দটির উৎপত্তি ঘটে। এর অর্থ হল অনুসন্ধান করা।

‘জনশ্রুতি’ কী? অথবা, জনশ্রুতি কাকে বলে?

যে সমস্ত বিবরণে ঐতিহাসিক তথ্য ও সন তারিখের যথাযথ প্রমাণ থাকে না অথচ কালের স্রোতে অতীত কাহিনিগুলি বংশ পরম্পরায় বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে যায়, তাকে ‘জনশ্রুতি’ বলে। এতে কিছু ঐতিহাসিকতথ্য থাকলেও বহুক্ষেত্রে ‘কাল্পনিক’, ‘অতিরঞ্জন’, মিথ্যা বিবরণে পূর্ণ থাকে।

‘পৌরাণিক কাহিনি’ বা ‘মিথ’ (Myth) বা অতিকথা বা গল্পকথা কী?

প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনা বা কাহিনির বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে ‘পৌরাণিক কাহিনি’ বা ‘মিথ’ বা ‘অতিকথা’ বা ‘গল্পকথা’ বলা হয়। এটি একধরনের আখ্যান। নীতি শিক্ষাদানের জন্য এগুলি প্রচারিত।

কিংবদন্তি বা লেজেন্ড (Legends) বা বীরগাথা বা লৌকিক উপাখ্যান কী?

কিংবদন্তি বা লেজেন্ড হল কথোপকথনের ধরনে চলে আসা একটি সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক, ঐতিহ্যবাহী, আদর্শস্থানীয় ইতিহাসরূপ আখ্যান। ইতিহাস ও কল্পনার মিশ্রণে এগুলি সৃষ্ট। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কিংবা জনগণকে প্রভাবিত করার ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ।

রবিন হুড কে ছিলেন? 

পৃথিবীর কিংবদন্তি নায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় কিংবদন্তি নায়ক হলেন রবিন হুড। ব্রিটেনের শেরউড জঙ্গলের এই ডাকাত তাঁর উদারতা, মহানুভবতার জন্য দেশ-কালের গন্ডি পেরিয়ে আজও অত্যন্ত জনপ্রিয়। 

জীবনের জলসাঘরে স্মৃতি কথাটির লেখক কে? এটি কবে প্রকাশিত হয়?

জীবনের জলসাঘরে স্মৃতি কথাটির লেখক হলেন সংগীত শিল্পী মান্না দে। 1905 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়।

উদ্বাস্তু নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতার নাম কী?

পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কমিশনার হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় ‘উদ্বাস্তু’ নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন।

লোককথা (Folktales) কী ও কাকে বলে?

মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে সমস্ত গল্পগাথা গড়ে উঠেছে তা হল লোককথা। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় প্রচলিত এই লোককথা বা কাল্পনিক গল্পগাথা শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক বা সাধারণ নিয়মকানুন কার্যকরী হয় না।

কবে, কোথায় ‘ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?

1966 খ্রিস্টাব্দে আমেরিকায় মৌখিক ইতিহাসবিদ্গণ ‘ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।

কবে, কোথায় ‘ওরাল হিস্ট্রি সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়?

ইংল্যান্ডের মৌখিক ইতিহাসবিদ্গণ 1969 খ্রিস্টাব্দে ‘ওরাল হিস্ট্রি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

কী উদ্দেশ্যে কলকাতায় ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়?

প্রাচ্যের সাহিত্য, ইতিহাস, শিল্পকলা, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে চর্চা করা, পাশ্চাত্যের সাথে যোগসূত্র স্থাপন করা ইত্যাদি লক্ষ্যে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়।

কে, কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।

কী উদ্দেশ্যে কলকাতায় ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ স্থাপিত হয়?

ভারতে কর্মরত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারিদের ভারতীয় ভাষা, আইন, সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ’ স্থাপন করেন।

কে, কবে ‘হিস্ট্রি অব হিন্দুস্তান’ গ্রন্থটি রচনা করেন?

ব্রিটিশ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ 1770 খ্রিস্টাব্দে রচনা করেন ‘হিস্ট্রি অব হিন্দুস্তান’। (এতে তিনি বলেন ভারতীয় ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হল স্বৈরতন্ত্র)

কে, কবে ‘হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন?

ইংরেজ ঐতিহাসিক জেমস মিল 1817 খ্রিস্টাব্দে ‘হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন। তিন খণ্ডে বিভক্ত এই গ্রন্থটিতে তিনি ভারতীয়দের রাজনৈতিক মূল্যবোধহীন একটি বর্বর জাতি রূপে তুলে ধরেছেন।

কাকে, কেন ‘ইতিহাসের জনক’ বলা হয়?

ঐতিহাসিক হেরোডোটাসকে [484-425 খ্রি.পূ.] ‘ইতিহাসের জনক’ বলা হয়। কারণ তিনিই প্রথম যথার্থ ইতিহাস রচনার সূত্রপাত করেছিলেন।।

কাকে, কেন ‘বৈজ্ঞানিক ইতিহাসের জনক’ বলা হয়?

‘পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস’ রচয়িতা গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে [460-395 খ্রি.পূ.) বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। কারণ ইতিহাসের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে তিনিই প্রথম সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি চালু করেন।

কাকে, কেন আধুনিক ইতিহাস চর্চার জনক’ বলা হয়?

আরবি ঐতিহাসিক ইবন খালদুনকে [1332-1406 খ্রি.] আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। কারণ-আধুনিক ইতিহাসচর্চার নিয়মনীতি অনুসরণে তিনি ইতিহাস রচনা করেন। বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার সূচনা করেন। তাঁর লেখা বিখ্যাত দুটি গ্রন্থ হল- (1) প্রলিগোমেনা ও (ii) মুকাদ্দিমাহ।

‘ইতিহাস তত্ত্ব’ কী?

একজন ঐতিহাসিক ইতিহাস পুনর্গঠনের সময় যে সমস্ত নিয়ম, পদ্ধতি, আদর্শ অনুসরণ করেন, ঐতিহাসিক উৎস ও তথ্য যথার্থভাবে যাচাই করে সুসংবদ্ধ পদ্ধতিতে ইতিহাস রচনা করেন তাকে ইতিহাস তত্ত্ব বলা হয়।

‘Museum’ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? এর অর্থ কী?

প্রাচীন গ্রিক্ শব্দ ‘Mousein’ (মউসিয়ন) থেকে ইংরেজি Museum (মিউজিয়াম) শব্দটি এসেছে। এর বাংলা প্রতিশব্দ হল ‘জাদুঘর’।

কবে, কোথায় ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়?

1753 খ্রিস্টাব্দে স্যার হান্স স্লেয়ান এর উদ্যোগে লন্ডনে প্রতিষ্ঠিত হয় আধুনিক জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। 1769 খ্রিস্টাব্দে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

কবে, কোথায় ল্যুভর জাদুঘর [Louvre Museum] প্রতিষ্ঠিত হয়?

1793 খ্রিস্টাব্দে ফ্রান্সে ল্যুভর জাদুঘরটি স্থাপিত হয়। নেপোলিয়ন বোনাপার্টের প্রচেষ্টায় এটি সর্বশ্রেষ্ঠ জাদুঘরে পরিণত হয়।

‘সংস্কৃতি এক্সপ্রেস’ কী?

2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে তাঁর জীবনকাহিনি প্রদর্শনের জন্য ভারতীয় রেল এক চলমান রেল জাদুঘর তৈরি করে, যা- সংস্কৃতি এক্সপ্রেস নামে পরিচিত।

Leave a Comment