দ্বাদশ শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি প্রথাগত ও প্রথাবহির্ভূত সাম্রাজ্য ছোটো প্রশ্ন ও উত্তর

সূচিপত্র

দ্বাদশ শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি প্রথাগত ও প্রথাবহির্ভূত সাম্রাজ্য ছোটো প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি প্রথাগত ও প্রথাবহির্ভূত সাম্রাজ্য ছোটো প্রশ্ন ও উত্তর

দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ।

কবে দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটে?

1772 খ্রিস্টাব্দে দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটে।

হায়দার আলি কে ছিলেন?

হায়দার আলি ছিলেন মহীশূরের শাসক।

সর্বপ্রথম কোন্ ইউরোপীয় নাবিক জলপথে ভারতে আসেন?

সর্বপ্রথম পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা জলপথে ভারতে আসেন।

মুর্শিদকুলি খাঁ কে ছিলেন?

মুর্শিদকুলি খাঁ ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত অনুচর। তিনি 1700 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান এবং 1717 খ্রিস্টাব্দে বাংলা ও উড়িষ্যার সুবাদার বা নবাব নিযুক্ত হন। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব।

পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে ‘সলবাইয়ের সন্ধি’ সাক্ষরিত হয়?

1782 খ্রিস্টাব্দে ‘সলবাইয়ের সন্ধি’ সাক্ষরিত হয়।

অন্ধকূপ হত্যা’ বা ‘Black Hole Tragedy কী? ‘

ফোর্ট উইলিয়ামের ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ ছিলেন হলওয়েল। তাঁর বিবরণ অনুসারে 1756 খ্রি. 20 জুন কলকাতার পতনের পর নবাব সিরাজ-উদ-দৌলার নির্দেশে 146 জন ইংরেজ বন্দিকে 18′ x 14′ x 10″ একটি কক্ষে আটকে রাখা হয়। যার ফলে 123 জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা ‘অন্ধকূপ হত্যা’ বা ‘Black Hole Tragedy’ নামে পরিচিত। তবে এই ঘটনার সত্যতা বিষয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে।

কবে, কাদের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়?’

1757 খ্রি. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। বাংলার নবাব সিরাজ উদদৌলা ও ইংরেজদের মধ্যে এই সন্ধি হয়েছিল।

‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝ?

পলাশির যুদ্ধের (1757 খ্রি.) পর থেকে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারিরা তাদের ব্যক্তিগত বাণিজ্যের সুবাদে এবং অন্যান্য কারণে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। এই শোষণকে ব্রুকস অ্যাডামস ‘Plassey Plunder’ বা ‘পলাশির লুণ্ঠন’ নামে অভিহিত করেছেন।

বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজীরাও এর মধ্যে বেসিনের চুক্তি সাক্ষরিত হয়।

কবে, কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?

1809 খ্রি. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। রনজিৎ সিংহ ও ইংরেজ প্রতিনিধি চার্লস মেটকাক এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।

ঔপনিবেশিক ভারতের নিরিখে ‘আইনের শাসন’ বলতে কী বোঝ?

ঔপনিবেশিক ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘আইনের শাসন’ বা ‘Rule of Law’। এই আইনে বলা হয় যে, দেশের সকলকে সরকারি আইন মেনে চলতে হবে। এই আইন হবে নিরপেক্ষ ও আইনের চোখে সকলেই সমান। বিচারব্যবস্থার ক্ষেত্রেও সমতা আনার জন্য ব্রিটিশ শাসকগোষ্ঠী এদেশে বিচারব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছিলেন।

ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

কোন্ আইন দ্বারা কলকাতা সুপ্রিমকোর্ট স্থাপিত হয়?

1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা আইনের দ্বারা কলকাতা সুপ্রিমকোর্ট স্থাপিত হয়।

কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 

1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।

সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?

সর্বশেষ চার্টার আইন 1৪ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়।

কর্নওয়ালিস কোড’ কী?

গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস যে প্রশাসনিক ও বিচারবিভাগীয় সংস্কারগুলি করেছিলেন। তা ‘কর্নওয়ালিস কোড’ নামে পরিচিত। এই কোডে সরকারি কর্মচারিদের নৈতিক কর্তব্যের কথা বলা হয়। এর মাধ্যমে কর্নওয়ালিস এক দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন।

‘ভারতীয় সিভিল সার্ভিসের জনক’ কাকে বলা হয়?

লর্ড কর্নওয়ালিসকে ‘ভারতীয় সিভিল সার্ভিসের জনক’ বলা হয়।

‘সূর্যাস্ত আইন’ কী?

 লর্ড কর্নওয়ালিস তাঁর প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলেন যে, প্রতি বাংলা সনের শেষদিনে। সূর্যাস্ত হওয়ার আগে জমিদার বা তালুকদারদের তাদের দেয় রাজস্ব শোধ করতে হবে। নইলে সরকার তাদের জমিদারি বাজেয়াপ্ত করে নেবে। এই আইন ‘সূর্যাস্ত আইন’ নামে পরিচিত।

কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?

1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল।

‘পত্তনি প্রথা’ কী?

চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে বহু জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারির অংশ ছোটো ছোটো ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনি দিতেন। যা ‘পত্তনি প্রথা’ নামে পরিচিত।

‘সম্পদের বহির্গমন’ বা ‘Drain of Wealth’ বলতে কী বোঝ?

1757 খ্রি. পলাশির যুদ্ধের পর ইংরেজ কোম্পানি ও তার কর্মচারিরা প্রভূত সম্পদের অধিকারী হয়। তারা নানাভাবে সেই অর্থ ইংল্যান্ডে চালান দিতে থাকে। এই অর্থ চালানের বিষয়টিকে এডমন্ড বার্ক ‘Drain of Wealth’ বা ‘সম্পদের বহির্গমন’ আখ্যা দিয়েছিলেন।

‘এজেন্সি প্রথা’ কী?

1753-1775 খ্রি. পর্যন্ত ইংরেজ কোম্পানি চুক্তি ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে তার নিজস্ব এজেন্ট মারফৎ সরাসরি উৎপাদকদের কাছ থেকে ভারতীয় পণ্যসামগ্রী কিনত এবং তারা নিজেদের লাভের অংশ রেখে কোম্পানির কাছে তা বিক্রি করত। ফলে কোম্পানি মুনাফা থেকে বঞ্চিত হত। এই ব্যবস্থা ‘এজেন্সি প্রথা’ নামে পরিচিত।

ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়?

লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ প্রথম স্থাপিত হয়।

ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?

ভারতে প্রথম পাটকল কলকাতার নিকটবর্তী রিষড়ায় স্থাপিত হয়।

‘কাও-তাও’ প্রথা কী?

যে সব রাষ্ট্র চিনা সম্রাটকে নজরানা দিত সেইসব রাষ্ট্রের দূতেরা চিনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয়বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা ‘কাও-তাও’ প্রথা নামে পরিচিত।

কবে, কারা শিমনোসেকির সন্ধি স্বাক্ষর করেন?

1895 খ্রিস্টাব্দে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়। চিন ও জাপানের মধ্যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়।

কবে, কাদের মধ্যে ‘বক্সার প্রোটোকল’ স্বাক্ষরিত হয়?

1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চিন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে ‘বক্সার (প্রোটোকল স্বাক্ষরিত হয়।

ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

1759 খ্রিস্টাব্দে চীনা সম্রাটের এক নিদের্শনামার বলে একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। যা ‘ক্যান্টন বাণিজ্য’ নামে পরিচিত।

‘চিনের রুদ্ধদ্বার নীতি’ কী?

চিনের রক্ষণশীলতার প্রতীক এবং ঐশ্বরিক তত্ত্বে বিশ্বাসী চিনাদের বাণিজ্যিক ও ফৌজদারি আইন ক্যান্টনে বাণিজ্যরত বিদেশিদের মেনে চলতে হত। চিনে বিদেশিদের প্রতি এই সব কঠোর নীতিই বুদ্ধদ্বার নীতি নামে পরিচিত।

Leave a Comment