দ্বাদশ শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই-এর যুগ ছোটো প্রশ্ন ও উত্তর

সূচিপত্র

দ্বাদশ শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই-এর যুগ ছোটো প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই-এর যুগ ছোটো প্রশ্ন ও উত্তর

ঠান্ডা লড়াই (Cold War) শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 

ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন মার্কিন কূটনীতিবিদ বার্নাড বাবুচ

‘ঠান্ডা লড়াই’ বা ‘ছায়াযুদ্ধ’ কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র জোটের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও প্রতিদ্বন্দিতাকে ‘ঠান্ডা লড়াই’ বা ‘ছায়াযুদ্ধ’ বলা হয়।

ফালটন বক্তৃতা (Fulton speech) কী? অথবা, কে কবে ফালটন বক্তৃতা প্রদান করেন?

1946 খ্রিস্টাব্দের 5 মার্চ ব্রিটেনের প্রধান মন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের ওয়েস্টমিনিস্টার কলেজে এক বক্তৃতা প্রদান করেন। এটি ‘ফালটন বক্তৃতা’ নামে পরিচিত।

‘ট্রুম্যান নীতি’ কী?

মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন কংগ্রেসে এক ঘোষণায় বিশ্ব নিরাপত্তা রক্ষা, মুক্ত জাতিগুলির স্বাধীনতা রক্ষা, জাতীয় অখণ্ডতা রক্ষা ও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দান করেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত।

কে ‘Mr-X’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন?

রাশিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান ‘Mr X’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন।

‘ইয়াল্টা সম্মেলন’ কেন ডাকা হয়?

1945 খ্রিস্টাব্দের ফ্রেব্রুয়ারি মাসে ‘ইয়াল্টা সম্মেলন’ আহূত হয়। এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ, যুদ্ধোত্তর ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া প্রণয়ন, নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা ইত্যাদি।

‘মার্শাল পরিকল্পনা’ [Marshall Plan] কী?

মার্কিন রাষ্ট্রসচিব জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5 জুন হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য যে পরিকল্পনা পেশ করেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।

ন্যাটো [NATO] কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তার অনুগামী 12 টি রাষ্ট্রকে নিয়ে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ওয়াশিংটনে এক সামরিক জোট গঠিত হয়। এটি ‘উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা’ বা ‘ন্যাটো’ [North Atlantic Treaty Organisation] নামে পরিচিত।

‘ম্যানিলা চুক্তি’ বা সিয়াটো [Seato] চুক্তি কী?

দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের অগ্রগতি প্রতিরোধ কল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1954 খ্রিস্টাব্দে আটটি দেশ, যথা- গ্রেট ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপিনস ও থাইল্যান্ড প্রভৃতির মধ্যে যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় তা ‘ম্যানিলা চুক্তি’ বা ‘সিয়াটো চুক্তি’ নামে পরিচিত।

কমিনফর্ম [COMINFORM] কবে গঠিত হয়?

1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠিত হয়।

কে কমেকন [COMECON] গঠন করেন?

রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের পরামর্শে তাঁর বিদেশমন্ত্রী মলোটভ 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ‘কমেকন’ বা ‘কাউন্সিল অব মিউচ্যুয়াল ইক্লোমিক অ্যাসিস্ট্যান্স’ গঠন করেন।

কবে, ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়?

সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দের 14 মে কমিউনিস্ট রাষ্ট্রগুলির মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।

বার্লিন অবরোধ কী? বা বার্লিন অবরোধ (Berline Blockade] বলতে কী বোঝায়?

মিত্র শক্তি নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি থেকে সোভিয়েত রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে আসা-যাওয়ার পথ ছিল রেল অথবা সড়ক পথ। জার্মানিকে নিয়ে কিছু মতপার্থক্য ও কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সোভিয়েত রাশিয়া 1948 খ্রিস্টাব্দের 24 জুলাই থেকে 1949 খ্রিস্টাব্দের 12 মে পর্যন্ত অবরোধ করে রাখে। ইতিহাসে এটি বার্লিন অবরোধ নামে পরিচিত।

‘বার্লিন এয়ার লিফট’ (Berline Airlift) কী?

রাশিয়া বার্লিন অবরোধ শুরু করলে আমেরিকার নেতৃত্বাধীন মিত্র শক্তি অসাধারণ দক্ষতার সঙ্গে আকাশ পথ ধরে দীর্ঘ 11 মাস 1400 বিমানের সাহায্যে খাদ্য, তেল, কয়লা, ঔষধ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে যায়। ইতিহাসে এটি ‘বার্লিন এয়ার লিফট’ নামে পরিচিত।

কবে, কোথায় স্বদেশভূমি ফ্রন্ট (Fatherland Front) গঠিত হয়?

1944 খ্রিস্টাব্দে বুলগেরিয়াতে কমিউনিস্ট ও অ-কমিউনিস্টদের নিয়ে সোভিয়েত অনুগত একটি ‘স্বদেশভূমি ফ্রন্ট’ গঠিত হয়।

মার্শাল টিটো কে ছিলেন?

মার্শাল টিটো ছিলেন যুগোশ্লাভিয়ার প্রধানমন্ত্রী। 1946 খ্রিস্টাব্দের তাঁর নেতৃত্বে যুগোশ্লাভিয়াতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। অচিরেই তিনি যুগোশ্লাভিয়াকে সোভিয়েত রাশিয়ার প্রভাব মুক্ত করতে গেলে স্ট্যালিনের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়। ?

সুয়েজ সংকটের ‘আশুকারণ’ বা প্রত্যক্ষ কারণ কী ছিল?

সুয়েজ সংকটের ‘আশুকারণ’ বা ‘প্রত্যক্ষ কারণ’ ছিল মিশরের পাশা (শাসক) গামাল আবদেল নাসের কর্তৃক 1956 খ্রিস্টাব্দের 26 জুলাই সুয়েজ খাল ও সুয়েজ ক্যানেল কোম্পানির জাতীয়করণের ঘোষণা।

নাসের কে ছিলেন? অথবা, নাসের কবে কীভাবে ক্ষমতা লাভ করেন?

গামাল আবদেল নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপতি। 1954 খ্রিস্টাব্দে জেনারেল নেগুইবকে ক্ষমতাচ্যুত করে তিনি মিশরের শাসন ক্ষমতা লাভ করেন। 1956 খ্রিস্টাব্দে তিনি মিশরের রাষ্ট্রপতির পদ লাভ করেন।

কে, কোথায় আসওয়ান বাঁধ (ASWAN DAM PROJECT) নির্মাণ প্রকল্প গ্রহণ করেন?

মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের মিশরের নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।

সুয়েজ সংকট সমাধানের জন্য কোন্ ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (১৯৫৬ খ্রি.) যোগ দেন?

সুয়েজ সংকট সমাধানের জন্য 1956 খ্রিস্টাব্দে লন্ডন সম্মেলনে যোগদেন ভারতের বিদেশমন্ত্রী ভি. কে. কৃষ্ণ মেনন।

ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মার্কিন মদতপুষ্ট কিউবার একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারকে পদচ্যুত করে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। 1959-76 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রীর ও 1976-2008 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া 1961-2011 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনিই ছিলেন কিউবার কমিউনিস্ট পার্টির সম্পাদক।

‘কিউবা ক্ষেপণাস্ত্র সংকট’ বলতে কী বোঝায়?

আমেরিকার আক্রমণের আশঙ্কায় 1962 খ্রিস্টাব্দে কিউবা সোভিয়েত রাশিয়ার সাহায্য প্রার্থনা করে। অত:পর সোভিয়েত রাশিয়া কিউবায় আণবিক ক্ষেপণাস্ত্র পাঠায় ও সেখানে একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র তৈরি করেন। ক্রুদ্ধ আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ-অবরোধ জারি করে। এতে সমগ্র লাতিন আমেরিকায় যুদ্ধের যে পরিমণ্ডল তৈরি হয় তা ‘কিউবা ক্ষেপণাস্ত্র সংকট’ নামে পরিচিত।

38° অক্ষরেখা কী? অথবা, কত ডিগ্রি অক্ষরেখায় কোরিয়াকে দ্বিধা-বিভক্ত করা হয়েছিল? 

38° অক্ষরেখায় কোরিয়াকে দ্বিধা-বিভক্ত করা হয়েছিল।

হো-চি-মিন কে ছিলেন?

হো-চি-মিন ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী মুক্তি আন্দোলনের নেতা ও ‘ভিয়েতমিন’ নামক সেনাবাহিনীর সংগঠক।

কে কবে ভিয়েতমিন গঠন করেন?

1941 খ্রিস্টাব্দে হো-চি-মিন ‘লিগ ফর ইন্ডিপেন্ডেস ইন ভিয়েতনাম’ বা সংক্ষেপে ভিয়েত মিন গঠন করেন।

17° সমাক্ষরেখা কী?  অথবা, কত ডিগ্রি অক্ষরেখায় ভিয়েতনামকে দ্বিধা-বিভক্ত করা হয়?

1954 খ্রিস্টাব্দে ভিয়েতনামকে 17° অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ দুটি ভাগে বিভক্ত করা হয়। এটি 17° সমাক্ষরেখা নামে পরিচিত। 17° সমাক্ষরেখার উত্তরাশে ভিয়েতমিন ও দক্ষিণাংশে ফরাসি নিয়ন্ত্রিত ‘ন-দিন-দিয়েম’-এর শাসন প্রতিষ্ঠিত হয়।

‘দিয়েন-বিয়েন-ফু’র ঘটনাতে কী ঘটেছিল?

ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের ধ্বংস করার উদ্দেশ্যে টংকিং-এর দিয়েন-বিয়েন ফু’ নামক স্থানে একটি অস্ত্রভান্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি নির্মাণ করেন। ভিয়েতমিন সেনাপতি জেলারেল নগুয়েন গিয়াপ 1954 খ্রিস্টাব্দের মার্চ মাসে এক আক্রমণ চালিয়ে তা সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন করেদেন। ইতিহাসে এটি দিয়েন-বিয়েন-ফু’র ঘটনা নামে পরিচিত।

‘জেনেভা সম্মেলন’ কেন আহূত হয়?

দিয়েন-বিয়েন-ফুর যুদ্ধে (1954 খ্রি.) ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচিনে সমস্যার সমাধানের উদ্দেশ্যে ৪ মে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন আহূত হয়।

‘ভিয়েত কং’ (Viet con) বা ‘ভিয়েতনামী কমিউনিস্ট’ বলতে কী বোঝায়?

দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার তাঁবেদারি সরকারের অবসান ও উত্তর ভিয়েতনামের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য দক্ষিণ ভিয়েতনামে পিপলস লিবারেশন আর্মড ফোর্স’ নামে একটি গেরিলা বাহিনী গড়ে ওঠে। দিয়েম এই ফ্রন্টকে ‘ভিয়েত কং’ বা ‘ভিয়েতনামী কমিউনিস্ট’ আখ্যা দান করেন।

‘মাই-লাই ঘটনা’ কী?

ভিয়েতনামে মুক্তিযুদ্ধ চলাকালে 1968 খ্রিস্টাব্দে মাই-লাই গ্রামে মার্কিন সেনারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায় তা মাই-লাই-ঘটনা নামে পরিচিত।

‘গ্রোমিকো পরিকল্পনা’ কী?

1946 খ্রিস্টাব্দের 14 জুন সোভিয়েত রাশিয়ার প্রতিনিধি আন্দ্রেগ্রোমিকা পারমাণবিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য যে প্রস্তাব পেশ করেন তা ‘গ্রোমিকো পরিকল্পনা’ নামে পরিচিত।

বাবুচ পরিকল্পনা কী?

1946 খ্রিস্টাব্দের 15 জুন মার্কিন পারমাণবিক শক্তি কমিশনের প্রতিনিধি বার্নার্ড বারুচ জাতিপুঞ্জের আণবিক শক্তি বিষয়ক কমিশনের কাছে নিরস্ত্রীকরণ বিষয়ক একটি প্রস্তাব পেশ করেন, এটি ‘বাবুচ পরিকল্পনা’ নামে পরিচিত।

জাপান কবে মার্কিন নৌ-ঘাঁটি পার্লহারবার আক্রমণ করে?

1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান মার্কিন নৌঘাঁটি পার্লহারবার আক্রমণ করে।

কবে, কাদের মধ্যে পারমাণবিক পরীক্ষা নিরোধক দুক্তি (NTBT) [Nuclear Test Band Treaty] স্বাক্ষরিত হয়?

1963 খ্রিস্টাব্দের 5 আগস্ট মস্কোতে, আমেরিকা ও রাশিয়ার মধ্যে ‘পারমাণবিক পরীক্ষা নিরোধক চুক্তি (NTBT) স্বাক্ষরিত হয়।

SALT-1 কী? অথবা, কবে, কাদের মধ্যে কৌশলগত অস্ত্রশস্ত্রের সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়?

1972 খ্রিস্টাব্দে আমেরিকার রাষ্ট্রপতি নিকসন ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান ব্রেজনেভের মধ্যে কৌশলগত অস্ত্রশস্ত্রের সীমিতকরণ চুক্তি বা SALT-1 (Strategic Arms Limi- tation Talk-1) স্বাক্ষরিত হয়।

দাঁতাত কী?

ফরাসি শব্দ ‘দাঁতাত’ কথাটির অর্থ হল উত্তেজনা প্রশমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট ও আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যে মতাদর্শগত লড়াই, অবিশ্বাস, সন্দেহ, ঠান্ডা লড়াই এর অবসান ইত্যাদি ঘটাতে যে প্রয়াস চলে তা ‘দাঁতাত’ নামে পরিচিত।

পেরেস্ত্রৈকা কী?

পেরেস্ত্রৈকা শব্দটির অর্থ হল ‘আর্থিক ও সামাজিক সংস্কার’। 1990 খ্রিস্টাব্দে রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেন। এতে উৎপাদনের রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান, ব্যক্তিগত বাণিজ্য ইত্যাদিতে উৎসাহ দান করা হয়।

জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলন (Non Aligned Movement) কী?

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট ও আমেরিকার নেতৃত্বধীন পুঁজিবাদী জোটে যোগদান না করে নিজেদের স্বার্থরক্ষার জন্য যে আন্দোলন গড়ে তোলে তা নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত।

প্রথম নির্জোট বা জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

প্রথম নির্জেটি বা জোট নিরপেক্ষ সম্মেলন আহ্বত হয় যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে (1-6 সেপ্টেম্বর, 1961 খ্রিঃ)।

কবে ‘পঞ্চশীল নীতি’ গৃহীত হয়?

1954 খ্রিস্টাব্দে ‘পঞ্চশীল নীতি’ গৃহীত হয়।

পঞ্চশীল নীতি কী?

1954 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ও চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ভারত ও চিনের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যে পাঁচটি নীতি নির্ধারণ করেন তা ‘পঞ্চশীল নীতি’ নামে পরিচিত।

কবে, কেন বান্দুং সম্মেলন হয়?

1955 খ্রিস্টাব্দের 18-26 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে জোট নিরপেক্ষ 29 টি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘বান্দুং সম্মেলন’। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আলি-শাস্ত্রো মিদাজ জো।

কবে, কেন আরব লিগ গঠিত হয়?

1945 খ্রিস্টাব্দে সিরিয়া, মিশর লেবানন, ইরাক, ইয়েমেন, সৌদি-আরব, ট্রান্স জর্ডন প্রভৃতি সাতটি আরব রাষ্ট্রকে নিয়ে গঠিত হয় ‘আরব লিগ’।

প্যালেস্টাইন ইহুদিদের অনুপ্রবেশ রোধ করা, প্যালেস্টাইকে ব্রিটেনের অছি থেকে মুক্ত করা ইত্যাদির লক্ষ্যে এটি গঠিত হয়।

কবে, কার, নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের (Peoples Republic of China) উত্থান ঘটে?

1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মাও জে দং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চিনের উত্থান ঘটে। 

4 মে আন্দোলন বা ‘মে-ফোর্থ মুভমেন্ট’ কী?

প্যারিসের শান্তি সম্মেলনে (1919 খ্রি.) চিনের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে অধ্যাপক চেন-তু-শিউ-এর নেতৃত্বে চিনের ছাত্ররা 1919 খ্রিস্টাব্দের 4 মে তিয়েন-আন-মেন স্কোয়ারে এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। ইতিহাসে এটি 4 মে আন্দোলন বা ‘মে ফোর্থ মুভমেন্ট’ নামে পরিচিত।

তাই পিং’ শব্দটির অর্থ কী?

তাই পিং শব্দটির অর্থ হল ‘মহান শান্তি’।

লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা [LONG MARCH] কী?

1934 খ্রিস্টাব্দের 16 অক্টোবর মাও জে দং-এর নেতৃত্বে প্রায় লক্ষাধিক কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে 370 দিন পায়ে হেঁটে প্রায় দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চিন থেকে উত্তর চিনের নিরাপদ স্থান ‘শেনসি প্রদেশে’ পৌঁছায়। ইতিহাসে এটি লংমার্চ বা ‘দীর্ঘ পদযাত্রা’ নামে পরিচিত।

কার নেতৃত্বে চিনে গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মাও জে দং এর নেতৃত্বে চিনের পিকিং শহরে গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

Leave a Comment